বন্যাদুর্গত মানুষ- কেডারে তুই?
ভারতীয় হাতি- আমি মামুলি এক হাতি।
বন্যাদুর্গত মানুষ- এই দুর্যোগের দিনে তুই কইথিকা আইছস?
ভারতীয় হাতি- কেন আপনেগো প্রতিবেশী দেশ ভারত থিকা আইছি, বন্যার পানিতে ভাসতে ভাসতে। গত কয়দিন যেই কুয়ারা একটা বিদেশী হাতিরে লইয়া করলেন! না জানি আপনেগো দেশীয় হাতিরা কি আল্লাদটাই না পায়। আর আপনেগো মিডিয়া তো আমারে সেলিব্রেটি বানাইয়া দিছে। না জানি দেশে যাইয়া হত প্রেস কনফারেন্স করতে হয়।
বন্যাদুর্গত মানুষ- হুম
ভারতীয় হাতি- যাউগগা, কিছু মনে না করলে একটা প্রশ্ন করবাম চাই।
বন্যাদুর্গত মানুষ- কর, তরইতো দিন এহন।
ভারতীয় হাতি- হুনলাম আপনেগো অনেক অঞ্চল বন্যার পানিতে তলাইয়া গেছে। মানুষগুলার কষ্টের শেষ নাই। আর এর প্রধান একটা কারণ বরাবরের মত ভারত থিকা আওয়া বন্যার পানি। কিন্তু আপনেগো মিডিয়া ঘাইটটা যা বুঝলাম, এই বিষয়ে হেরা দায় সারা নিউজ করতাছে। বন্যার কবলিত মানুষের চেয়ে হেগো আমার দিকেই নজর বেশি। এই কুয়ারার কারণ টা যদি একটু কইতেন?
বন্যাদুর্গত মানুষ--দু:খের দিনে তুই আমারে হাসাইলি। কেন তুই জানোস না? আমরা ঘরের খাইয়া বনের মোষ তাড়াইতে ওস্তাদ। আর নিজেরে এতো পর পর ভাবস কেন, তুই কি আমগো পর? তগো হেই অতীতের ঋণ কি আমরা ভুলতে পারি!
ভারতীয় হাতি- যাউগা, বাদ দেন, আইচ্ছা বাংলাদেশে নাকি একটা ভারতীয় একটা পিপরার ও অনেক কদর, কথাটা কি সত্যি? আইচ্ছা কোন কোন সেক্টরে ওহোন ভারতের রাজত্ব্য যদি একটু কইতেন?
বন্যাদুর্গত মানুষ- কে তর আবার এই দিকে নজর গেলো কেন।
ভারতীয় হাতি- জানেন তো আমরা ভারতীয়রা আজাইরা কামে সময় নষ্ট করি না, সব সময় নিজের আর দেশের উন্নয়নের চিন্তা করি। তাই ভাবতাছি হেনে যে কয়ডা দিন আছি নিজের জন্য কিছু করা যায় কি না।
বন্যাদুর্গত মানুষ- কি আর কমু তরে; টিভি খুললেই দেখবি তগো চ্যানেল, ভাত খাইতে বইলে দেখবি তগো চাল, একটা দেশের পোশাক পড়মু, উপায় নাই , তগো কাপড়। মাইয়ারা শুনছি তগো পাখি- আখি ড্রেসের লইগগা সুইসাইডও করে। মরবি যহোন দেশের কাপড়ের লইগা মোর, হেইডা না।
ভারতীয় হাতি- হে হে; এইডা তো খুবই ভালা কথা। শত হইলেও আমরা প্রতিবেশী।
বন্যাদুর্গত মানুষ- যাই হউক, বাদ দে। এই বার তুই দেশে গেলে তগো সরকাররে কইছ আমগো থিকাও যেন কিছু জিনিস লয়। আর তগো পাড়ে বন্যা হইলেন যেন পানি এই দিকে ছাইড়া না দেয়।
ভারতীয় হাতি- এডি কি কন আপনেরা, আমি এগুলা কইতে পারুম না।
বন্যাদুর্গত মানুষ- কোবিনা কিলিগ্গা? এতো আদর যত্ন পাইলি এডুক করবিনা আমগো লইগা?
ভারতীয় হাতি- আমি কি আপনেগো কইছি আমানে লইয়া এতো কুয়ারা করেন? আর আমরা হুদা কামে অন্যের থিকা জিনিস লইয়া নিজেগো কোয়ালিটি নষ্ট করি না।
বন্যাদুর্গত মানুষ- তুই একটা বেইমান
ভারতীয় হাতি- হেইডা আপনেরা যা মনে করেন। বাদ দেন কনতো কবে আমারে দেশে পাডাইবেন?
বন্যাদুর্গত মানুষ- ক্যান তর কি হেনে ভাল লাগতাছেনা?
ভারতীয় হাতি- ঠিক তা না। তয় একটা ভয় কাজ করতাছে।
বন্যাদুগর্ত মানুষ- আবার কিয়ের ভয়!
ভারতীয় হাতি- আপনেগো লগে থাকতে থাকতে যদি ঘরের খাইয়া বনের মোষ তাড়ানোর স্বভাব হয়। খিক খিক খিক
১. ০১ লা অক্টোবর, ২০১৬ রাত ১২:১৭ ০
আমি মানুষ, আমি নিজেই নিজের পথ
খুঁজি, নতুন পথ তৈরী।