নূরী পরী
নূরী চুপচাপ থাকে বরাবর। ছোট বোন পরী একটু চঞ্চল। ওরা সবসময় মা-এর গন্ডিতে থাকতে চায় না। মা ওদেরকে একা ছাড়েন না। দুই মেয়েকে নিয়ে মা খুব উদ্বিগ্ন থাকেন। ওদেরকে সারাক্ষণ নিজের কাছে রাখতে চাইলেও রাখা যায় না। এই ঘর, ওই ঘর, সেই ঘরে চলে যাবে। মেয়েগুলো একা বাইরে যাবে না... বাকিটুকু পড়ুন
