কবিতা যুগল
১
বাঘ হরিণের গল্প
বাঘ বলে- শোনরে হরিণ, দিন আমাদের শেষ,
সুন্দরবনে নামবে আঁধার, ভাসবে আলোয় দেশ।
হরিণ বলে- তোমার ভয়ে, পালিয়ে বেড়াই বনে,
তোমার চেয়েও হিংস্র মানুষ, হয়নি কখনও মনে।
বাঘ বলে- জীবকুলে, মানুষই নাকি সবার সেরা,
চামড়া ছেড়ে তাইতো ওরা, কাড়ছে সুখের ডেরা।
হরিণ বলে- নেইতো উপায়, মরবো জানি শেষে,
বিশ্বসেরা হোক সে জঙ্গল, থাকবেনা আর দেশে।
২
সুন্দরবন
ওহে সুন্দরবন,
কতিপয় সুবিধাবাদী বুঝেনি তোমার মন।
বাঘ-হরিণের ভাষা নেই, নিরীহ জংলী জানোয়ার,
বিলুপ্ত প্রজাতি হয়ে ঠাঁই নেবে ওরা ইতিহাসের পাতায়।
মহাজ্ঞানীগুনী যারা বিদ্যাবুদ্ধিতে বিচক্ষণ,
পিরামিডের মমী হয়ে তারাও ঠাঁই নেবে ইতিহাসে,
প্রত্নতাত্ত্বিকেরা জানবে, কিছু উচ্চাভিলাষী ডাইনোসোর ছিল বাংলার বুকে।
তুমি আমি যারা- নিরীহ প্রাণীর চাইতেও অধিক নিরীহ,
আগামী প্রজন্মের কাছে রেখে যাবো,
সকল উন্নয়নের দায়ভার।
ক্ষমা চাইবো! নাই সে অধিকার।
সর্বশেষ এডিট : ০১ লা আগস্ট, ২০১৬ দুপুর ১:১৯