somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

অনিক

আমার পরিসংখ্যান

আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

সম্পর্ক

লিখেছেন অনিক, ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:২১

সম্পর্ক

একই ঘর
একই ছাদ
মানুষ দুটো ভিন্ন,
পৃথক দেহ
পৃথক মন
বাঁধনটাও ছিন্ন।

এক বিছানা
এক চাদর
ঘুমিয়ে ওরা দুজন,
কেউ জানেনা
কেউ দেখেনা
পুড়ছে দুটো মন।

এক পৃথিবী
এক আকাশ
লক্ষ মুখের ভীড়ে,
গোপন সুখে
গোপন দুখে
বসত নষ্টনীড়ে। বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ১৮৮ বার পঠিত     like!

কবিতা যুগল

লিখেছেন অনিক, ০১ লা আগস্ট, ২০১৬ দুপুর ১:১৯

কবিতা যুগল


বাঘ হরিণের গল্প

বাঘ বলে- শোনরে হরিণ, দিন আমাদের শেষ,
সুন্দরবনে নামবে আঁধার, ভাসবে আলোয় দেশ।

হরিণ বলে- তোমার ভয়ে, পালিয়ে বেড়াই বনে,
তোমার চেয়েও হিংস্র মানুষ, হয়নি কখনও মনে।

বাঘ বলে- জীবকুলে, মানুষই নাকি সবার সেরা,
চামড়া ছেড়ে তাইতো ওরা, কাড়ছে সুখের ডেরা।

হরিণ বলে- নেইতো উপায়, মরবো জানি শেষে,
বিশ্বসেরা হোক... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১৪৩ বার পঠিত     like!

বয়সভেদে ভালবাসা

লিখেছেন অনিক, ০১ লা জুলাই, ২০১৬ বিকাল ৫:২৮

বয়সভেদে ভালবাসা

কচি মনে ভালবাসা,
নড়বড়ে মিছে আশা;
ঝড় এলে উড়ে যায়,
নেই কেউ সামলায়।

তারুণ্যের অন্ধ প্রেম
অল্পতেই চমকায়,
জীবনকে বাজী রেখে
বাঁকাপথে হেঁটে যায়।

যৌবনের প্রেম সেতো
হিসেবের খেরোখাতা,
মনে মনে ভেবে নেয়া
আছে বুঝি ফাঁদপাতা।

বুড়োকালে প্রেম যেন
মরাগাঙ্গে চর জাগে,
যৌবনের দিনগুলো
কচলাতে ভাললাগে।
বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১৩৭ বার পঠিত     like!

প্রার্থনা

লিখেছেন অনিক, ৩০ শে জুন, ২০১৬ রাত ৮:৫০

প্রার্থনা

হে ঈশ্বর,
মন্দ সময়ে জন্ম দিয়েছো,
বন্দনা চেয়েছো সৃষ্টির অপার আনন্দে;
পেটে জন্মক্ষুধা, শিরদাঁড়া ন্যুয়ে গেছে শৈশবে,
সেজদায় দাঁড়াবো এমন শক্তি আর নাই।

হে ঈশ্বর,
আজ হন্যে হয়ে নিজের অধিকার খুঁজি,
সবকিছুই তোমার হাতে, তবে নাহয় ভিক্ষা’ই দাও।
মৃত্যুই যদি নিশ্চিত তবে শৃঙ্গারে ফুঁ দিতে বলো,
ধ্বংশস্তূপে মিশে যাক অশান্ত মানুষের এই্ বিদ্ধস্ত... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৫৬ বার পঠিত     like!

ঘর

লিখেছেন অনিক, ২৯ শে জুন, ২০১৬ সকাল ১১:২২

ঘর

পুরোনো ঘর
ষাটের কোটা পেরিয়েছে
ছাউনিতে ফুটো
জোড়াতালি দিয়ে চলছে।

নড়বড়ে খুঁটি
ঘুণে ধরেনি বটে
অনেক কষ্টে দাঁড়িয়ে আছে
সামান্য ঝড়ে কেঁপে ওঠে
ভার সইতে চায়না মোটে।

ঘরটা আমার হলেও
জমিটা নিজের নয়
মালিক আছেন একজন
লীজ দিয়েছেন- যতদিন বেঁচে আছি।

পুরোনো ঘর
তবুও ছেড়ে যেতে মন চায়না
মেরামতে কেরামতি আছে বলেই
বেঁচে থাকার সামান্য বায়না।
বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ১৩২ বার পঠিত     like!

ভেজাল কড়চা

লিখেছেন অনিক, ২৭ শে জুন, ২০১৬ দুপুর ১২:৪৭

ভেজাল কড়চা

মাথায় যদি ভাঙ্গবি কাঁঠাল
গোঁফে আর দিসনে তেল,
তারচে বরং দাঁড়াবি যেয়ে
গাছে যখন পাকবে বেল।

ন্যাড়া হলে বেল কুড়োবি
শাস্ত্রে কোথাও নেই লেখা,
বেলতলাতে হয়তো পাবি
দুপুরবেলায় ভূতের দেখা।

বাঁশবাগানে পাবি কি আর
ভূতের রাজার তিনটে বর,
গোপী-বাঘা নয়রে সবাই
বাজিয়ে ঢোল বাঁধবে স্বর।

তারচে ভাল ভেজাল ছেড়ে
কিলিয়ে কাঁঠাল আস্ত পাকা,
আম-লিচুতে বিষ মিশিয়ে
কামাসনে আর... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ১৫৭ বার পঠিত     like!

শব্জী সমাচার

লিখেছেন অনিক, ২৩ শে জুন, ২০১৬ রাত ১:০৬

শব্জী সমাচার

বেগুন বলে- ওরে মূলো
নাকের ডগায় কেন ঝুলিস;
মূলো বলে- ক্ষেপলে তুই
তেলে বেগুনে কেন জ্বলিস!

শাক বলে- মাছ ঢাকতে
আমার কোন জুড়ি নাই,
লাউ বলে- আমায় পেলে
চিমটি একটা কাটা চাই।

পেঁপে বলে- কাঁচা-পাকা
আমায় কিন্তু কেনে সবাই,
পেটের সকল রোগ নাকি
আমার কোন বিকল্প নাই।

ওল বলে- আমি বুনো
তবুও তোদের লোভ কমেনা,
বাঘা তেঁতুল ছাড়া নাকি
আমায় খেতে ঠিক... বাকিটুকু পড়ুন

১৫ টি মন্তব্য      ২৩১ বার পঠিত     like!

আদরেই থেকো তুমি

লিখেছেন অনিক, ৩০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩৪

আদরেই থেকো তুমি, যেখানেই থাকো-
যতনে রাখিনি তোমায়- মাথা পেতে নিয়েছি এ অভিযোগ;
কি পাইনি চেয়ে- সেকথা না’ইবা বলি, নেই কোন অনুযোগ।
প্রেমের পথে হেঁটেছিলাম দুজনে, সেই যে কবে-
ভালবাসা ছিল হয়তো পথের ধূলোয়,
না জেনেই মেখেছিলাম পায়ে; হয়নি ঠাঁই বুকের মাঝে।
হাহাকার ছিল কি তাতে! কান পেতে শুনিনি কখনও,
মাথা পেতে রাখিনি কেউ... বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ১৪২ বার পঠিত     like!

ষড়ঋতু প্রেম

লিখেছেন অনিক, ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৭

ষড়ঋতু প্রেম

গ্রীষ্মকালে প্রেম জমেনা
মেজাজ থাকে চড়া,
মিষ্টি কথায় মন ভোলেনা
হৃদয় মাঝে খরা।

বর্ষাকালে স্যাঁতসেঁতে মন
ভেজে অকারণে,
কাছের মানুষ থাকলে দূরে
কষ্ট লাগে মনে।

শরৎকালে মন যে উদাস
আকাশ পানে চেয়ে,
মেঘে মেঘে বার্তা পাঠাই
পায়না সেই মেয়ে।

হেমন্তে চাই একটু পরশ
উতলা এই মনে,
হাতটা ধরে হাঁটতে যদি
কাশফুল ঐ বনে।

শীতের রাতে নকশীকাঁথায়
বিরহকাতর মন,
খোঁজে তোমার... বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ১৪৩ বার পঠিত     like!

দৈনন্দিন প্রেম

লিখেছেন অনিক, ১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫১

দৈনন্দিন প্রেম

সকাল হলেই পানসে প্রেম
দুপুরবেলায় কড়া,
বিকেল হলেই একটু মধুর
রাতেরবেলায় চড়া।

তপ্তরোদে প্রেম ঘেমে যায়
বৃষ্টি হলেই ক্লান্ত,
দমকা ঝড়ে প্রেম চমকায়
ঝড়ের শেষে শান্ত।

সবুজ বনে প্রেম যে উতল
বালুচরে উদাস,
কাঁশের বনে প্রেম হারালে
মনের সর্বনাশ।

অভাব ঘরে প্রেম থাকেনা
এমনই তার রীতি,
সুযোগ পেলে যায় পালিয়ে
সস্তার প্রেম-প্রীতি।

বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১৬১ বার পঠিত     like!

রেসিপি স্পেশাল

লিখেছেন অনিক, ১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:০৯

রেসিপি স্পেশাল

তোমার বাসমতি চাল মনে,
আমি পোলাও হলাম গলে;
তোমার পেঁয়াজ প্রেম ঝাঁঝে,
আমি বেরেস্তা হলাম জ্বলে।

তোমার রেজালা হাসি মুখে,
আমি কোর্মা হবার লোভে;
ফেলে গরুর মাংশের ঝাল,
এখন পুড়ছি দারুন ক্ষোভে।

তোমার জর্দা সেমাই ঠোঁটে,
দেখে জাফরানি রঙ বাহার;
আমার প্রেম লোভাতুর পেটে,
এখন কে জোটাবে আহার।

তোমার কোপ্তা নরম জিভে,... বাকিটুকু পড়ুন

১২ টি মন্তব্য      ২১০ বার পঠিত     like!

প্রত্যাশা

লিখেছেন অনিক, ১০ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২২

প্রত্যাশা

মিষ্টি কথায় চিড়ে ভিজে
মনটা তোমার ভিজেনা,
পোড়া দু’চোখ অন্ধ তবু
তোমায় ছাড়া খোঁজেনা।

লাল গোলাপের মর্ম বুঝো
বুঝেও তবু বোকা সাজো,
প্রেমের আঁচে চুপটি করে
ডুবো তেলে মনটা ভাজো।

বুকে আমার নিত্য কাঁপন
চিত্তে কেবল প্রেম ভাবনা,
রিক্ত হাতে ফিরিয়ে দেবে
তিক্ত হলেও পার পাবেনা।

তোমায় পেতে ছলচাতুরী
করতে পারি বিনা দ্বিধায়,
প্রতারক নই বুঝতে যদি
আমার প্রেমে দিতে সায়।

এবার তবে মুখটা ফেরাও
মনের... বাকিটুকু পড়ুন

২৪ টি মন্তব্য      ১৬১ বার পঠিত     like!

চিঠি - ৩

লিখেছেন অনিক, ০৯ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৮

ছবি,

তোমার মনের কপাট এভাবে সপাটে বন্ধ করবে, কখনও ভাবিনি। আমার গবেট মনটা অনেক আগেই লোপাট হয়েছিল তোমার কপট ভালবাসায়। প্রকট ব্যথা অনুভব করেছিলাম ছোট্ট হৃদয়ে। হোঁচট খেয়েছিলাম বিশ্বাসের চৌকাটে। আমি জানতাম, কোন একদিন ভালবাসার মিষ্টি সুবাস ছড়িয়ে তোমার মনের ফটক খুলবেই। সেই আশায় বিরহের শকট ছেড়ে নির্ভয়ে চেপে বসেছিলাম প্রত্যশার... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৫২ বার পঠিত     like!

চিঠি - ২

লিখেছেন অনিক, ০৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪০

মৌসুমী,

চোখের আগুনেতো অনেক পুড়িয়েছো, এবার মনের উঠোনে একটু বিশ্রাম নিতে দাও। বেশী কিছুতো চাইনি, আর চাইলেই বা দেবে কোত্থেকে! ছোট্ট একটা মন, কতই আর সম্পদশালী হতে পারে! আমি কিন্তু আমার ক্ষুদ্র এই মন নিয়ে নিজেকে নিঃস্ব ভাবিনা। গরীবের এই একটাই অহংকার- অকপটে ভালবাসা বিলিয়ে দিতে পারে, নিজের অবস্থান না বুঝেই।... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১৯৪ বার পঠিত     like!

নোঙর

লিখেছেন অনিক, ০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৯

তোমায় পেতে হাত পাতিনি মন পেতেছি চুপিসারে,
কাছে পাওয়ার অভিলাষে ডাকিনি গোপন অভিসারে।

ভাললাগার হাতছানিতে মন হারালাম নিজের ভুলে,
ডুবছি তোমার প্রেমসাগরে আর কি ফেরা যায় কূলে!

প্রেম জোয়ারে নেইতো ভাটা নিত্য কেবল যাই ভেসে,
লাগলে গ্রহণ তোমার মনে খুঁজবো প্রেম নাবিক বেশে।

হাত বাড়িয়ে ডাকো যদি ফেলবো নোঙর তোমার... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ১৫৯ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৬৪৩২৩ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ