প্রার্থনা
হে ঈশ্বর,
মন্দ সময়ে জন্ম দিয়েছো,
বন্দনা চেয়েছো সৃষ্টির অপার আনন্দে;
পেটে জন্মক্ষুধা, শিরদাঁড়া ন্যুয়ে গেছে শৈশবে,
সেজদায় দাঁড়াবো এমন শক্তি আর নাই।
হে ঈশ্বর,
আজ হন্যে হয়ে নিজের অধিকার খুঁজি,
সবকিছুই তোমার হাতে, তবে নাহয় ভিক্ষা’ই দাও।
মৃত্যুই যদি নিশ্চিত তবে শৃঙ্গারে ফুঁ দিতে বলো,
ধ্বংশস্তূপে মিশে যাক অশান্ত মানুষের এই্ বিদ্ধস্ত জনপদ।
অগ্নিদগ্ধ কিংবা বুলেটে ক্ষতবিক্ষত লাশ হয়ে আর নয়,
স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা চাই মাতৃভূমির কোমল মাটিতে।