আদরেই থেকো তুমি, যেখানেই থাকো-
যতনে রাখিনি তোমায়- মাথা পেতে নিয়েছি এ অভিযোগ;
কি পাইনি চেয়ে- সেকথা না’ইবা বলি, নেই কোন অনুযোগ।
প্রেমের পথে হেঁটেছিলাম দুজনে, সেই যে কবে-
ভালবাসা ছিল হয়তো পথের ধূলোয়,
না জেনেই মেখেছিলাম পায়ে; হয়নি ঠাঁই বুকের মাঝে।
হাহাকার ছিল কি তাতে! কান পেতে শুনিনি কখনও,
মাথা পেতে রাখিনি কেউ কারও বুকে;
স্পন্দনে কাঁপিনি দু’জন, নিশ্চিত জানিনি কে কতটা ছিলাম সুখে।
আদরে ভালবাসা থাকে, যেমন বিছানা ঢাকা থাকে চাদরে,
করতলের স্পর্শে বুঝিনি, তাতে হৃদয়ের ছোঁয়া আছে,
মাটি নিংড়ানো ভালবাসায় বেড়ে ওঠেনি আদুরে লতা;
মেলে ধরেনি শাখা প্রশাখা স্বপ্ননীড় পাখীর আহ্বানে,
শুধু জেনেছিলাম, কেউ একজন ছিল আমারই কাছে।
সর্বশেষ এডিট : ৩০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩৪