দিন কয়েক আগে একটি ঝকঝকে অপরবাস্তব আমার হাতে আসে। হাতে পাওয়ার পর থেকেই একটা পোস্ট দেওয়ার জন্য হাত নিশপিশ করছিল, কিন্ত ব্যাস্ততা নামক খোঁড়া অজুহাত এক্ষেত্রে বাগড়া বাধিয়ে আমার কি-বোর্ডবাজি'কে খানিক পিছিয়ে দিল! যদিও এটা কোন ফর্মাল পাঠপ্রতিক্রিয়া গোছের কিছু নয় বরং প্রাপ্তি-প্রতিক্রিয়া বললেই ঠিক হয়
অপরবাস্তবের দুই মলাটের মাঝে উজ্জল লেখাগুলো আমার খুব পরিচিত অনেক আগে থেকেই। তবে ছাপার অক্ষরে লেখাগুলো পাওয়া একটা বিশেষ ঘটনা বটে! অনেকের মতো আমারো কিছুটা সংশয় ছিল অপরবাস্তব-৪ সংকলনের মতো করলে না জানি প্রচলিত পাঠকের কাছে এর আবেদন কী রকম হয়! তবে হাতে পাওয়ার পর মনে হলো সাধারন পাঠকরা যাদের কাছে ব্লগ বা ব্লগিং খুব পরিচিত নয়, অপরবাস্তব আদৃতই হবে। এরকমটা ভাবনার পেছনে রসদ যুগিয়েছে অপরবাস্তবের বৈচিত্রময় কনটেন্ট, কী নেই এতে; পাঠকের চিন্তার পরীধি বাড়ানো বুদ্ধিদীপ্ত প্রবন্ধ আবার নস্টালজিক স্মৃতি কথা, জীবন ও সময় ঘনিস্ট গল্প আবার মুক্তিযুদ্ধের অজানা ইতিহাস, কবিতার জাদুকরী রহস্যময়তা আবার পেট উপচানো হাসির নির্মল রম্য! আর মনোলোভা প্রচ্ছদ আর সুন্দর ছাপা-বাঁধাইয়ের কথা নাই বা বললাম
এর আগে বিভিন্ন পোস্টে অপরবাস্তব-৪ নিয়ে গুরুত্তপুর্ন কিছু ফিডব্যাক পাওয়া গেছে, তর্ক-বিতর্কে উঠে এসেছে কিভাবে ভবিষ্যতে একে আরো পেশাদারি রুপ দেয়া যায়। সম্পাদনা, লেখা নির্বাচন ইত্যাদি বিষয়ে অনেক ব্লগারই তাদের মতামত রেখেছেন। আলোচনায় উঠে এসেছে পরবর্তি অপরবাস্তবের জন্য একটি পেশাদার প্রকাশনা সংস্থার প্রয়োজনীয়তা। ছন্নছাড়ার পেন্সিল এবং ফিউশন ফাইভ দারুন দুটো পোস্ট দিয়েছেন, যা কিনা অপরবাস্তব-৫ এর ক্ষেত্রে দিক নির্দেশনা হয়ে থাকবে।
তবে, অপরবাস্তব-৪ এর পেছনের মানুষগুলোকে ধন্যবাদ না দিলেই নয়। এতো অল্প সময়ে এমন একটি প্রকাশনা...সত্যিই অভাবনিয়!
ও হ্যা...রাজশাহীর ব্লগারদের জন্য সুখবর ,
অপরবাস্তব-৪ পাওয়া যাচ্ছে বই পত্র, ৩৩ নিউমার্কেট, রাজশাহীতে।