এক মুঠো ভালোবাসার জন্য
আমি অপেক্ষা করি,
সন্ধ্যা নেমে এলে ঝরা পাতার মতো
একলা বসে থাকি নদীর ধারে,
হয়তো কোনো একদিন তুমি আসবে বলে।
এক বিন্দু ভালোবাসার জলের জন্য
এই মরুপ্রান্তরে দাঁড়িয়ে আছি,
আকাশের দিকে তাকিয়ে,
যেন বর্ষার প্রথম ফোঁটা হবে তোমার স্পর্শে,
আর আমি হবো তৃষ্ণার্ত মাটি।
দূর আকাশে চাঁদের আলোও মলিন,
যখন তুমি নেই,
হৃদয়ের শহরে আলো জ্বলে না,
যখন তোমার কণ্ঠ শুনি না।
তুমি আসবে কি?
একটা ভোরের মতো আমার আঙিনায়,
দু’চোখ ভরে স্বপ্ন সাজিয়ে,
এক মুঠো ভালোবাসা এনে দেবে কি
আমার শূন্য বুকের গহীনে?
অপেক্ষার পথটা দীর্ঘ হলেও,
আমি থাকব তোমারই জন্য,
এক ফোঁটা ভালোবাসার আশায়,
এক বিন্দু জলের প্রত্যাশায়,
এই দুবিক্ষের দেশের নিঃশব্দ প্রহর গুনে।