"সর্বনাশী" !
একদিন সেই চোখে আলো ছিল
ঠোঁটে ছিল ভুবন ডাঙার হাসি,
মনের কোণে দিনমান অবিরল
ঝরিত শুধাস্রোত রাশি রাশি।
সময়
মোহ,
বিবর্তন,
ভুল,
ঝুপ করে নেমে আসা গভীর অরণ্যের অন্ধকার,মায়া-ছায়ার মতো ক্রমশ সংক্রমিত
হতে হতে একদিন নিজেকে সে আবিষ্কার করে অতল মোহের অনতিক্রম্য অন্ধকারে।
পয়েন্ট অফ নো রিটার্ন অতিক্রান্ত অনিচ্ছুক বীর্যপাতের ন্যায় দীর্ঘশ্বাস-হাহাকার বুকে
নিয়ে ভুল... বাকিটুকু পড়ুন