৩৬৫ দিন পরেও ( পর্ব ৩)
-ফারজানা মিতু
দেখতে দেখতে আরেকটি বছর চলে গেলো তাইনা?
হম, রাগে অভিমানে, আনন্দে আর অনেক ভালোবাসায় অনেকগুলো দিন পার করে এলাম। তুমি কিন্তু আজো আমাকে সেই লাল শাড়ী টা কিনে দিলেনা।
কোন লাল শাড়ী টা? কোন শাড়ী কি দেবার কথা ছিলো?
হ্যা ছিলই তো, দেখেছো আজকাল তোমার আর কিছুই মনে থাকেনা।
কে বলেছে থাকেনা? ভালো কিন্তু সেই আগের মতো করেই বাসি তোমাকে।
ইস, ভালোবাসলে আমার সবকিছু মনে থাকতো তোমার।
তারমানে তুমি বলতে চাও আমি তোমার কিছুই মনে রাখিনা এখন?
মনে কি রাখো?
না রাখিনা, তবে এখনো জানি কখন কোন সময় তোমার নাকে ঘাম জমে, কখন তোমার হাতের পাতা ভিজে যায়, মেঘলা দুপুরে কতোটা এলোমেলো হও আর সন্ধ্যার একাকিত্তে কতোটা আমায় খুঁজো।
আর কি জানো?
জানি রেগে গেলে তোমার মুখ কতোটা গোলাপি হয়ে যায়, হাতের মুঠোয় বেলি ফুল গুজে দিলে কতোটা খুশি হও আর আমাকে না দেখলে আজো কতোটা অস্থির হও।
এতোকিছু জানো?
সব জানি।
কতোটা ভালোবাসি জানো?
জানি, যে ভালোবাসায় কঠিন খরায় ঝরে পড়ে বৃষ্টি, যে ভালোবাসায় শীত শেষে নামে বসন্ত, যে ভালোবাসায় এই পাগল ছেলে এখনো নামে রাস্তায়।
এভাবে ভালোবেসে যাবে তো? ৩৬৫দিন পরেও এভাবে তোমাকে পাশে পাবো তো?
৩৬৫ দিনের হিসেব তো জানিনা, আমি শুধু আমার ভালোবাসার তীব্রতা জানি, তোমাকে ছাড়া থাকতে পারবোনা এইটুকু শুধু জানি...।।
সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৬