নৈরাশ্যর গহব্বর
নৈরাশ্যের গহব্বর খুঁড়ি আমি,
নিভৃতে বসে একা।
চোখে মুখে রিক্ততা
আর, অনবধানতার সিক্ততা
.
ক্ষুব্ধ মনে ওঠে গঞ্জনা
গর্জে উঠতে নেই মানা
তবু কেন?
কেন এই নিরবতা????
.
নিভৃতে বসে আজো করি,
তোমারি দেবার্চনা,
ভুলে সব ভৎসনা।
অকাতর চিত্তে বলতে পারি
আমি তোমারি ছিলাম, আজো তোমারি।
.
ভুল যদি করে থাকি
কর মোরে ক্ষমা
তুমি শিব, আমি ইতর।
.
আজ আমি একা সঙ্গী হারা,
নিজে করি স্বগোতোক্তি।
কেহ শুনেনা... বাকিটুকু পড়ুন