- জন্ম হবার পর থেকে!

তা তো বটে! তা তো বটে! কিন্তু জেনে-শুনে কবে থেকে দেখছেন?
- কেন, বুদ্ধি হবার পর থেকে!!

কি মুশকিল! বলি, বুঝে-শুনে দেখছেন কবে থেকে?
- ও, তাই বলুন! ক্লাস থ্রি থেকে।
হুম, আর সিরিয়াসলি দেখছেন?
- তার আগে আপনি আমার একটি প্রশ্নের জবাব দিন...
বলুন?
- আপনি এই 'হুম'-টা শিখলেন কোত্থেকে?
হেঃ হেঃ আপনাদের ব্লগ থেকে!
- আচ্ছা!! ... তো, আমি সিরিয়াসলি মুভি দেখছি ১৯৯৮ থেকে।
১৯৯৮?
- হ্যাঁ। তখন আমি ক্লাস সেভেনে পড়ি।
আর মুভি বিষয়ে লেখালেখির শুরুটা?
- ২০০৭
আপনার এই পোস্টটি তো মুভির রেটিং/রিভিউ নিয়ে, এই ব্যাপারে একটু বলবেন?
- মুভি দেখে রেটিং/রিভিউ দিচ্ছি ২০০৮ থেকে। যা বাংলা ব্লগে তো বটেই দেশীয় মিডিয়াতেও নতুন সংযোজন। মুভি রেটিংয়ের আনুষ্ঠানিক ভিত্তি দেয়ার ক্ষেত্রে আমার উদ্যোগ দেরীতে হলেও যে সাব-এডিটর গ্রহণ করেছিলেন তাকে এই সুযোগে ধন্যবাদ জানায়। আপনারা জানেন আমার উপর অনেকেই নাখোশ...
(সারছে! ভাষণ শুরু করলো নাকি! সাক্ষাৎকার এখানেই খতম!) ...জি জি আমরা সব জানি! আমাদেরকে সময় দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ!
- ইয়ে, আরেকটু বলতে দিলেন না?

না মানে আপনি তো ২০টি মুভির রেটিং/রিভিউ করছিলেন, পাঠকরা জানার অপেক্ষায় আছে।
- ও হ্যাঁ, ভুলেই গিয়েছিলাম! আপনাকে ধন্যবাদ।
আমড়া ব্লগের পক্ষ থেকে আপনাকেও আবার ধন্যবাদ!
আমি অশান্ত, পাঠকদের এখন ফিরিয়ে নিয়ে যাচ্ছি মূল পোস্টে।
তার আগে একটি হাইফেন বিরতি...

-----------------------------------------------------
প্রথমেই রেটিং ভাষাটা একটু জেনে নিন:
৫/৫- মাস্টারপিস/মাস্ট সি
৪/৫- অসাধারন/খুব ভালো
৩/৫- ভালো/এভারেজ
২/৫- হতাশাজনক/দূর্বল
১/৫- বাজে/না দেখলেও চলবে
এবার দেখি কোন মুভির কি অবস্থান:
::ইংলিশ::
Black Snake Moan: 4/5
'ভালবাসার কাঙাল' এক তরুণী ও স্রষ্টা ভীরু এক বয়সী পুরুষের ঘটনাচক্রে তৈরী অন্যরকম সম্পর্কের কাহিনী। একজন নরকের আরও গভীরে যাচ্ছে অন্যজন তাকে টেনে তুলতে বদ্ধ পরিকর। Samuel L. Jackson ও Christina Ricci দুজনেরই দুর্দান্ত অভিনয়, সেরাটাই দিয়েছেন। আর গল্পটা তো একেবারে ভিন্ন ধাঁচের!
District 9: 5/5
রিয়ালিষ্টিক মাস্টারপিস সায়েন্স ফিকশন মুভি। যদিও শুরুর দিকের ক্যামেরার ব্যবহার আরেক মাস্টারপিস Cloverfield (২০০৮) মুভিটির কথা মনে করিয়ে দেয় কিন্তু সময় গড়াতে বোঝা যায় এ অন্যভূবন। সাই-ফাইয়ের এই নতুন ভঙ্গিতে ডিরেক্টর/প্রডিউসার সাফল্যের ঝুঁকি নিয়েছিলেন এবং তারা আশাতীত সফল। The Lord of the Rings (২০০১) যেমন ফ্যান্টাসি মুভির নতুন জগতের সূচনা করেছে তেমনি সাই-ফাই ড্রামার ক্ষেত্রে District 9 নতুন পথের পথিকৃৎ হলো।
Hannah Montana the Movie: 3/5
মাইলি সাইরাসের এন্টারটেইনিং মিউজিকাল।
Management: 3.5/5
জেনিফার অ্যানিস্টনের রোমান্টিক কমেডি।
Men of Honor: 4.5/5
প্রথম আফ্রিকান-আমেরিকান নেভি ডাইভার ও তার ট্রেইনারের সত্যিকার কাহিনী। কেন্দ্রীয় চরিত্রদুটিতে Robert De Niro ও Cuba Gooding Jr. - এর অনবদ্য অভিনয়। উৎসাহ উদ্দীপক মুভি।
Poseidon: 3.5/5
আক্ষরিক অর্থে অবিশ্বাস্য কিন্তু শেষ পর্যন্ত থ্রিলিং মুভি। ইস্পেশাল ইফেক্ট প্রসংশনীয়।
Raging Bull: 5/5
সর্বকালের সেরা মুভিগুলোর একটি। প্রিয় ডিরেক্টর Martin Scorsese ও অভিনেতা Robert De Niro -এর সেরা পারফরম্যান্স। সহ-অভিনেতা Joe Pesci -ও সমান প্রশংসারযোগ্য। এক বক্সিং লেজেন্ডের উত্থান গাঁথা ও তার ব্যক্তিগত পরাজয় বিবরণ।
Ronin: 3.5/5
প্লটে ফাঁক থাকলেও এই ক্রাইম থ্রিলারটি নিজস্ব স্টাইলের কারণে উপভাগ্য। কার চেজিং দৃশ্যগুলো স্মরণীয়।
Shoot On Sight: 3.5/5
নামে অ্যাকশন মুভি মনে হলেও এটি তা নয়। অনেকটা টিভি ড্রামার মতো। লন্ডনে বোমা হামলার পটভূমিতে নির্মিত। নাসিরউদ্দিন শাহ -এর সংলাপ আরও জোরালো হওয়া উচিত ছিল। কাহিনী কাঠামোতেও সংহতির অভাব আছে।
Street Fighter: The Legend of Chun-Li: 1.5/5
ভিডিও গেমের মুভি রূপান্তরের করুণ পরিণতি!
The Forbidden Kingdom: 2.5/5
চায়নার মাংকি কিং মিথের চলচ্চিত্রায়নের অসফল প্রয়াস।
The Trip (AKA Hell Ride/2003): 1/5
C গ্রেডের মুভি!
Transformers: Revenge Of the Fallen: 2.5/5
এতো রোবট! এতো রোবট! রোবটদের প্রিয় মুভি!
Van Wilder: Freshman Year: 1/5
আমার দেখা সবচেয়ে বাজে মুভির একটি! ওয়াক!
Watchmen: 5/5
বহুল প্রত্যাশিত মুভি Transformers: Revenge Of the Fallen হতাশ করলেও হতাশ করেনি Watchmen। সুপারহিরোদের অন্যরকম একটি মুভি। ২০০৯ সালের ডার্ক নাইট। প্রকৃতপক্ষে আরও ডার্ক। গভীর ভাব ও মানবতাবাদের চরম প্রকাশের অদ্ভুত কাহিনী।
Yonkers Joe: 4/5
বাস্তবধর্মী ক্যাসিনো মুভি। সমান্তরালে এগিয়েছে পিতা-পুত্রের সংকটময় সম্পর্কের কাহিনী। শীর্ষ চরিত্রগুলোর চমৎকার অভিনয়।
::হিন্দি::
Love Aaj Kal: 3.5/5
পৃথিবী বদলে যাচ্ছে। ভালবাসার ধরণও বদলে যাচ্ছে। কিন্তু এই স্বাধীন ভালবাসায়ও শান্তি নেই ফিরে যেতে হচ্ছে পুরনো ঢঙের ভালবাসায়। এই মুভিতে তেমনটাই দেখা যাবে।
Main Aur Mrs Khanna: 2/5
দূর্বল গল্প, দূর্বল পরিচালনা।
Mere Baap Pehle Aap: 2.5/5
ডিরেক্টর প্রিয়দর্শনের ক্যারিশমা কি ফুরিয়ে গেল? তার ইদানিংকার মুভিগুলো অ্যাভারেজ হয়ে যাচ্ছে।
Wanted: 3.5/5
তেলেগু Pokiri মুভির রিমেক। বলিউডে প্রভু দেবার পরিচালক হিসেবে অভিষেকটা মন্দ হয়নি। সালমানের ডান্সিংয়ে কিছুটা বৈচিত্র আনার চেষ্টাও লক্ষণীয়।
আজ এতোটুকুই, হ্যাপি মুভি টাইম!
মুভি @ সামহোয়্যার ইন... গ্রুপ ব্লগে সবাইকে স্বাগতম!
http://moviecriticblog.co.cc