কী হল বা সমস্যাটা আসলে কোথায় এর উত্তরে যা বলা প্রয়োজন অনেকের সুবিধার্থে এখানে বলছি। ভাই, ইচ্ছা করলে আজকে যে মুভিটা রিলিজ পেলো সেটারই রেটিং দিয়ে দিতে পারি! কিংবা দিতে পারি এক সপ্তাহের মধ্যেই! কাজটা দুভাবে করা যায়। প্রথমত, কোন এক সাইট থেকে কপি করে পেস্ট! দ্বিতীয়ত ডাউনলোড করে দেখে তারপর। প্রথমটার প্রশ্নই আসে না, ঘৃণা করি, দ্বিতীয়টা প্রয়োজনবোধ করি না।
আমি ডিভিডিতে মুভি দেখতে অভ্যস্ত। তাই সাম্প্রতিক মুভিটা দেখতে স্বাভাবিকভাবেই আমার দেরি হয়ে যায়। কারণ মুভি কম্পানি ডিভিডি রিলিজ দিতে কমপক্ষে তিন মাস সময় নেয়, বক্স অফিসে ঝড় তোলাগুলো ছয় মাস! সেটা আবার হাতে আসতে আরও কিছু সময়। অবশ্য মুভি রিলিজের সপ্তাহখানেকের মধ্যে বাজারে ডিভিডি পাওয়া যায় কিন্তু তার মান নিঁচু। অরিজিনাল প্রিন্টের ডিভিডি ছাড়া আমার চলে না! তাই ভালো কিছু পেতে হলে অপেক্ষা তো করতেই হয়! এর ব্যাতিক্রমও অবশ্য আছে, একটা ইনফো দিচ্ছি- মুভি রিলিজের আগেই কিন্তু মুভি কম্পানি অফিসিয়াল প্রয়োজনে কিছু ডিভিডি করেন। যেমন কোন মুভি উৎসবের জুরিদের কাছে পাঠাতে করা হয়। কনফিডেনশিয়াল হলেও এর থেকে কোন একটার প্রিন্ট চলে আসতে পারে বাজারে! (যদিও অনেক সময় এই প্রিন্ট অরিজিনাল ডিভিডি প্রিন্টের চেয়ে একটু কম ক্রিস্টাল হয়।) তখন আপনার-আমার পোয়াবারো!

সুতরাং, বুঝতেই পারছেন জানুয়ারিতে যে মুভিটা এলো তার ডিভিডি আমার কাছে আসবে জুনে। সঙ্গে সঙ্গেই কিন্তু দেখতে পারছি না, কারণ অদেখাগুলোর স্টক/কিউতে থাকে অন্তত এক ডজন! এভাবে দেখা যায় কোনটা পড়ে আছে একমাসেরও বেশি! অথচ এর মধ্যেই প্রায় কিছু পুরনো মুভি পুনরায় দেখি। অথবা অদেখা পুরনো মুভিও দেখা হয়। তো যায় হোক, দেখে রেটিং দিতে দেরি হয়ে যায়। আবারও দুখিত!

এখানে বিনীতভাবেই একটা কথা জানিয়ে রাখছি। প্রায় এক বছর ধরে (সেপ্টেম্বর, ২০০৮ থেকে) সা.ইন ব্লগে মুভি রেটিং প্রকাশ করছি। মুভি জগত নিয়ে লিখছি আরও আগে থেকেই। দেশে সম্ভত আমিই প্রথম নিয়মিত মুভি রেটিং চালু করলাম। (ভুল হলে মাফ করবেন


আন্তরিক ধন্যবাদ!
হ্যাপি মুভি টাইম!
http://www.i-love-movies.tk