শোয়ার প্রস্তুতি নিচ্ছি।
একটু আগে পিয়াল থেকে বিদায় নিয়ে এলাম।
বন্ধু আজ বিয়ে করেছে। ব্লাডি লাভ ম্যারেজ!
ওর জন্য আজ আমাকে রুম ছাড়া হতে হলো!
কাল রাত পর্যন্ত আমি আর পিয়াল এই ফ্ল্যাটে একই রুমে থাকতাম।
আর আজ পিয়াল ও মিলা!
আমি কৌশিক ও সাইমুমের সঙ্গে অন্য রুমে থাকছি।
বাতি নিভিয়ে না শুতেই দরজায় নক।
কিরে পিয়াল! কি ব্যাপার?
দোস্ত, সর্বনাশ হয়ে গেছে!
কি হইছে? বউ পালাইছে নাকি!
আরে ধুত... প্লাষ্টিক আনতে ভুলে গেছি!
কী!
হঠাৎ আমার সারা শরীর কাঁপতে লাগলো!
উত্তেজনায় না (ওটা পিয়ালের!) - অট্টহাসিতে!
তারপর? তারপর আর কি! আমাকে বের হতে হলো!
এই পাড়াতেই একটা ফার্মাসি আছে- রাতেও খোলা থাকে!