আহ...
আবার জ্বলে উঠলাম।
ফের এলাম আলো ছড়াতে,
তোমাদের লোডশেডিং-এ।
হয়ত একটু পরেই নিভে যাবো,
বা জ্বলতে জ্বলতে হতে হবে নি:শেষ।
তার আগে দিয়ে যাবো যতটুকু আলো
তা-ই সার্থক করবে এ জন্মকে...
আর জানো তো- কিছুই শেষ হয়না
কিছুই ফুরোয় না; রুপ বদলায় মাত্র।
এরপর হয়ত অন্য কোন গ্রহের অলিন্দে
আবারো জন্ম নেবো; জানিনা কোন বেশে
হয়তোবা ব্ল্যাকহোলেই ঠাঁই পাবে যতো নিকেশ
হে প্রভু...
পরের জন্মে আর জড় না
মশকের মত স্বল্পায়ুর হলেও
একটু জীব জন্ম দিও;
গুই পোকা হতেও আমি রাজী সানন্দে
হে প্রভু...
হে প্রভু...
হঠাৎ অন্ধকার। আভির্ভূত হলেন ঈশ্বর।
গমগম্ শব্দে তার আওয়াজ ভেসে আসলো।
হে প্রয়াত মোম
এক জড় জন্মেও
তোমার চিন্তার প্রখরতা
আমায় মুগ্ধ করেছে।
অবশ্য সেই নাসির্সাসের যুগ থেকেই
আমি নিজের সৃষ্টিতে নিজেই মুগ্ধ।
আর সদ্য সমাপ্ত জীবনে তো তুমি
আমার সেরা সৃষ্টি মনুষ্য প্রজাতির
হাত থেকেই জন্ম নিয়েছিলে।
এবার তুমি পুরস্কার পাওয়ার জন্য প্রস্তুত হও
হে প্রয়াত মোম
তুমি কি শুনতে পাচ্ছো...
তুমি নিরবাক কেন..?
আঁধারের মধ্যেই মোমের
সেই কন্ঠ শোনা যায়
হে প্রভু
এই জড় জীবনের পরেই যে
আমি তোমাকে
দেখার সুযোগ পেয়েছি এটা ভেবে
এতটাই হতবাক হয়ে আছি-
আর কিছুই ভাবতে পারছি না
এর চেয়ে বড় পুরস্কার
আর কি হতে পারে..?
ঈশ্বর :
আমি যা ভাবি তুমি তা ভাবতে পারো না
এর চেয়েও বড় পুরস্কার দাবি করে
তোমার জ্ঞানের সীমা। আর
এর চেয়ে বড় পুরস্কারই তুমি পাবে।
এর পরের জন্মে তোমার জীব জন্মই হবে।
আর তা হবে আমার সেরা সৃষ্টি মনুষ্য বেশে।
মোমের আর্তচিৎকার:
না প্রভু
দয়া করে এটা কোর না।
এটা ঠিক যে- আমি জীব জন্ম চেয়েছি
কিন্তু কখনোই মানুষ হতে চাইনি।
ঈশ্বর যেন কিছুটা অবাক:
তুমি মানুষ হতে চাইছো না কেন হে...
সবাই যে মানব জনমের জন্যই পাগল
আর তুমি সুযোগ পেয়েও তা এড়াতে চাইছো..
তাও আবার কিনা সামান্য জড় হয়ে..!!!??
মোম:
আমি জীব না হতে পারি
না হতে পারি শ্রেষ্ঠতম;
তবুও আমি কিন্তু তোমারই সৃষ্টি
থাক আমার চাই না জীব জন্ম
তুমি আমায় ফের জড়ই করে রাখো
হে প্রভু...
তুমি কি আমায় শুনতে পাচ্ছো
অন্তত আর একবার আমাকে জ্বলার সুযোগ দাও
ওই মানুষদেরই আমি আলো দিয়ে যাবো
কিন্তু মানুষ হবো না কখনো
ঈশ্বর দীর্ঘশ্বাস ফেলে:
তাই হোক।
"অজৈবিক" সিনেমাটি দেখতে এখানে ক্লিক করুন
::::::ইথারে ইথারে ফিসফিসিয়ে চলা কিছু অজৈবিক কথোপকথনের কল্পিত ধারা নিয়ে তৈরি এ মোবাইল সিনেমা::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
ব্যপ্তিকাল : ৪ মিনিট
চিত্রনাট্য : ঈয়ন
পরিকল্পনা : রাসেল আহমেদ
একটি থিম থিয়েটার 'উইজার্ড ভ্যালী' পরিবেশনা