সৃষ্টি জগতের অসীমতার প্রতিটি অনু-রেণু'র সাথে এক হই।
প্রতিটি এক এবং একা'র সংঘাত ভুলে স্থাপন করি শেকড়।
হই একাকার, হই অনন্ত "এক"।
তাহলে আর আমাদের এক জীবনের অস্থিরতা আক্রমন করার সাহস পাবে না এত সহজেই।
শেকড় থেকে শেকড়ে ছড়িয়ে আমরা এক বিন্দুতে স্থির হতে পারব।
এ শেকড় জীবনের গন্ডি ছাড়ায়।
ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতরেই যত অস্থির ক্রিয়া ঘটে।
সে তুলনায় মহাকালের অনন্ত দীঘিটা সুশীতল আর শান্ত।
[দ্বান্দিক যত আস্তি/নাস্তি বোধ আমাদের এক ও একাকার হবার পথে সব সময়ের বড় বাধাটা। অতীতের ধ্রুব শেকড়গুলো, যা সময়কে পাড়ি দিচ্ছে অক্লেশ দ্বীপ্ততায়। তার সমীকরণ বোধহয় এত সহজ নয়]