৪৩১৪০০০ বর্গফুটের এই মসজিদটি সৌদি আরবের মক্কা মুকাররমায় অবস্থিত, মসজিদটির ধারণ ক্ষমতা ৮২০০০০।
Photo by Habari
২, মসজিদে নববী
৪৩১১০০০ বর্গফুটের এই মসজিদটি সৌদি আরবের মদীনা মুনাওয়ারায় অবস্থিত, মসজিদটির ধারণ ক্ষমতা ৬৫০০০০।
Photo by Almujtaba
৩, তাজ মসজিদ
৪৩০০০০০ বর্গফুটের এই মসজিদটি ভারতের ভূপালে অবস্থিত, মসজিদটির ধারণ ক্ষমতা ১৭৫০০০।
Photo by Boak
৪, ইসতিকলাল মসজিদ
১০২০০০০ বর্গফুটের এই মসজিদটি ইন্দোনেশিয়ার জাকার্তায় অবস্থিত, মসজিদটির ধারণ ক্ষমতা ১২০০০০।
Photo by Hkmpua
৫, হাসান মসজিদ
৯৭০০০০ বর্গফুটের এই মসজিদটি মরোক্কোর ক্লাসাবাংকায় অবস্থিত, মসজিদটির ধারণ ক্ষমতা ১০৫০০০।
Photo by Ixcuina
৬,বাদশাহী মসজিদ
৩২১৪৮৮ বর্গফুটের এই মসজিদটি পাকিস্তানের লাহোরে অবস্থিত, মসজিদটির ধারণ ক্ষমতা ১০০০০০।
Photo by Usman
৭,দিল্লী জামে মসজিদ
৮৫০০০ মানুষের ধারণ ক্ষমতা সম্পন্ন এই মসজিদটি ভারতের পুরান দিল্লীতে অবস্থিত।
Photo from Wiki
৮, ফয়সাল মসজিদ
৪৬৬০৩২ বর্গফুটের এই মসজিদটি পাকিস্তানের ইসলামাবাদে অবস্থিত, মসজিদটির ধারণ ক্ষমতা ৭৪০০০।
Photo by Abdul Qadir memon
৯,শেখ যায়েদ মসজিদ
২৪০০০০ বর্গফুটের এই মসজিদটি সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবিতে অবস্থিত, মসজিদটির ধারণ ক্ষমতা ৪০০০০।
Photo by Kropell
১০, বায়তুল মুকাররম
৪০০০০ মানুষের ধারণ ক্ষমতা সম্পন্ন এই মসজিদটি বাংলাদেশের ঢাকায় অবস্থিত।
Photo by malakospapakos
আমার অনেক দিনের ইচ্ছা ছিল মসজিদ নিয়ে একটা ছবি ব্লগ করার, আল্লাহ তায়ালার রহমতে আমার ইচ্ছাটা পূরন হলো। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি।
ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন।
সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০১১ বিকাল ৫:০৫