আমার মত বেশালদেহী, তিনার মতন সরু।
সেই গরুতে ঘাস খাইতো কাঁটা চামচ দিয়ে
"ডাংকে" বলে উঠতো ডেকে পিওর ভদকা পিয়ে !
গরু আহা নধর শ্রী তার, দেখতে মৃদু কালো
টানা চোখে পড়তো ঝরে "গো"ণতান্ত্রিক আলো।
আহা গরু , বদ্দা এবং কসাই - সবাই মিলে
বসলো ঘিরে আগুন জ্বালা নিশিথ এক মিছিলে।
ভাবছো বুঝি গরুর সাথে আবার কিসের কথা?
এই গরু তো সেই গরু নয়, করবে যথা তথা !
জার্মানীতে গরু, ছাগল , ইস্কুলে যায় সবে
তা না হলে মহাযুদ্ধে কেমনে সেরা হবে?
গানবিকের রীতি নীতি মানবিকের বড়
গোল টেবিলে বসার আগে হয় না নড় চড়।
কোন খানে তার ঢুকবে ছুরি , কেডায় নিবে ছাল
চুক্তি করে গরু মশায় সাক্ষরিবেন কাল
আজকে তাহার সহিত আলাপ , মেনুতে রাজ হাঁস
এমন যদি হইতো আহা বাংলাদেশে ।"কাশ!" [ বুকের মাঝে যায়রে বয়ে দারুন দীর্ঘশ্বাস ]
আমরা সবাই কুরবানীতে যাইবো হাটে হাটে
দেখবো কেমন স্বাধীনতার সূয্যি গেছে পাটে
দেখবো কেমন কসাই মোদের থোড়াই কেয়ার করে
চালায় ছুরি ভোটের দিনে , এবং আগে -পরে ।
আমার বুকের ভালোবাসা, স্বপ্ন, পেটের পিলায়
লাথ মেরে যায় এই পৃথিবীর বদ্দা অবলীলায়।
বৈঠকে নাই, গোল কি তেকোন, সবাই মিডিয়াতে
জানতে পারি , "কে কতটা সফল হলাম" রাতে ! [ বাক্স গুলোর আহ্লাদিত বুলেট-ইনের সাথে ]
আমি তো আর বিদ্বান নই, যে যেভাবে পারে
সামনে দিয়ে , পিছন দিয়ে, ভারে নয়ত ধারে!
ও বদ্দা , আজকে তোমার গরু হবার খায়েশ !
নিজের দেশে বুকের রক্তে স্বাধীনতার পায়েশ
খাইলো চেটে ৭১ এ যারাই শত্রু ছিলো
পতাকার ওই লাল রঙে বিষ , তারাই ঢেলে দিলো !
আজকে আমি গরুও নই, রামছাগলের ঘরে
জন্ম কি আর দেব মানুষ ! হাজার বছর ধরে
যেই বাঙালী পুজলো নিজে সত্য , ন্যায়ের পথে
লড়লো , মরলো , জীবন দিলো স্বাধীনতার রথে
সে রথ চালায় কসাই আজকে , আমার সঙ্গে আমি
মাও আজকে বান্ধবী আর বাপ আজকে স্বামী!!!
দুর্বিনীত আমার বুকে তাও জেগে রয় আগ
সূচ হয়েছি , ফালও হবো , জমছে নিরব রাগ ।
লাখে লাখে মারছো গরু, তারাও লিখে রাখে
কে কতটা মারলো , কাটল - পদ্মা মেঘনা বাঁকে !
একদিন এই গরু গুলোই ছুরি , দায়ের কোপে
মারবে কসাই , ছিলবে মশাই, যাইবে বদ্দা লোপে ।
বদ্দা গিরি আর কত দিন? সময় সমাগত
"গোকূলে বাড়িছে" তোমার খুনী , নিরব , শত শত !
ঢাকা
১লা জানুয়ারী ২০০৭
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৯:১০