
ছবিগুলো তুলেছি কক্স বাজার সী বিচ থেকে।
অনেক দিন থেকেই ভাবছিলাম পোস্ট দিবো। কিন্তু কি লিখবো কিছুই পাচ্ছিলাম না। হঠাৎ মাথায় আসলো ছবি ব্লগের কথা। চিন্তা করে দেখলাম ছবিতো আছেই Hard Disck এ তাহলে আর এতো চিন্তা কিসের।







২

৩

৪
মাছ ধরতে গিয়ে শুধু মাত্র একটা মাছ ধরে বাড়ি ফিরছিলাম।

৫
খালের মাঝে জাল দিয়ে মাছ ধরা।

৬
আড্ডা দিচ্ছিলাম ঐ অবস্থায় ছবিটি তুলেছিলাম।

৭

৮

৯
বন্ধুদের সাথে বিকেলে হাটতে হাটতে ছবিগুলো তুলেছিলাম।

১০

১১

১২

১৩

১৪
এই ছবিটির জায়গার নাম বলতে পারবোনা। মাধবকুণ্ড থেকে ফেরার পথে তুলেছিলাম।

১৫

১৬
কক্সবাজার। জীবনে যতবার গিয়েছি ততবারই মনে হয়েছে...............। আসলে যা ভাষায় প্রকাশ করা যাবে না। নিজে না গেলে কখনোই বুঝা যাবে না কি অদ্ভুত লাগে......।

১৭

১৮

১৯
এই ছবিটা দেখলে এখন আমি অনুভব করি সাগরের জোয়ারের গর্জন, তার সাথে কি চমৎকার বাতাস !!!! অসাধারণ !!

২০
আমি নিশ্চিত ঐ খানের প্রতিটি মানুষ সুখী।
