ঘুম থেকে উঠে যখন দেখলাম ওয়েস্ট ইন্ডিজ ২৭৩ রানে অল আউট! তখন মনের মাঝে একটা আশার আলো জেগে উঠলো আরো একবার বুঝি টেষ্ট জয়ের স্বাধ পামু। ২য় ইনিংসে বাংলাদেশেকে করতে হবে ২৪৫ রান। যেইদল ১ম ইনিংসে ৫৫৬ রান করতে পারে তারা ২৪৫ রান করতে পারবেনা? আলবদ পারবে। পারবে অবশ্যই পারবে, রাজনৈতিক বেধাবেধ ভুলে আবার সমগ্র জাতি ১৬ কুটি বাংলাদেশীর মুখে হাসি ফুটে উঠবে। কিন্তু হ্যায় বাংলাদেশের ব্যাটিং একি অবস্থা-
অনেক আশায় বসে আছি কম্প্উটার এর সামনে তামিমকে তামিমের মতো খেললে বাংলাদেশের জয় সময়ের ব্যাপার। কিন্তু তামিম ব্যাক্তিগত ৫ (১৫ বল) আউট! তবুও আশায় ছিলাম। মন বলে আরে না তামিম গেছে তো কি হয়েছে আমাদের আছে বিশ্ব সেরা সাকিব ২৪৫ রান সাকিব জ্বলে উঠলে কিছুই না।
বিশ্বসেরা সাকিব ব্যাক্তিগত ২ রানে দলিয় ৫৫ রানে বিদায়। মন বলে আরে তাতে কি হয়েছে নায়িম আছেনা? ১ম ইনিংসে চান্সলেস সেঞ্চুরীয়ান এই ইনিংসেও যদি পারে আবার একটি সেঞ্চুরী মারে তবেইত হবে।
শেষ ভরসা আমাদের অধিনায়ক, প্রথম ইনিংসে আউটের ধরন দেখে মনে হলো ভুল শর্ট খেলে আউট হয়েছে এইবার বুঝি ওই ভুল থেকে শিক্ষা নিয়ে আমাদের আবার মুখের হাসি ফুটাবে। কিন্তু অধিনায়ক
ব্যাক্তিগত ১৬ রানে আউট!
তাই এইবার মন বলে উঠলো, "বাংলাদেশকে নিয়ে আশা করাটাই বুঝি ভুল" খেলার বর্তমান অবস্থা
বাংলাদেশ ১৫৩/৭
ব্যাটিং এ আছে মাহমুদুল্লাহ্ ২০ সোহাগ গাজী ১৯।