তোমার প্রতিটি রাতেই থাকবে জেগে
খোপার চুলে আমি পরবো বলে
প্রতিটি সকালে পাপড়ি মেলে
ফুটবে অজস্র গোলাপ।
আমার হৃদয়ে যত গো শ্রাবন
ছায়া দেবে মেঘ হয়ে
তোমার রোদজ্বলা দুপুরের পথে
জল হয়ে যাবে ছুয়ে কখনও বা।
আমার সেতারের যত সূর রবে
তোমার আনমনা বিকেলের সাথী
গোধুলীর সন্ধ্যায় আবছা আধারে
আমি জোনাক হয়ে দেবো বাতি।
নিদ হয়ে থাকবো থাকবো রাতের দুচোখে
ভোরের কোকিল হয়ে তুলবো ডেকে
আমি থাকবো তোমার ওগো
চিরদিন সুখে দুখে
আমরা দুজন চিরসাথি হবো
এই পৃথিবীর বুকে।