***** মেগা হরর পোস্ট *****
(দুর্বল চিত্তের কারও এই পোস্টে প্রবেশ নিষেধ)
এক্সরসিজম এক্সপার্ট- জিনের অস্তিত্বে বিশ্বাস করেন?
মেডিক্যাল স্টূডেন্ট- অবশ্যই না। যাদেরকে চোখে দেখা যায়না তাদের অস্তিত্বে বিশ্বাস করার প্রশ্নই ওঠে না।
এক্সরসিজম এক্সপার্ট- সারা বিশ্বকে আবৃত করে রেখেছে অদৃশ্য এক শক্তি, এক অদৃশ্য জাল, সেটাও তো চোখে দেখা যায়না... সেটা কিভাবে বিশ্বাস করেন?
মেডিক্যাল স্টূডেন্ট- মানে???
এক্সরসিজম এক্সপার্ট- আন্তরজালিক যোগাযোগ, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (www)....
--- ভয় পেতে চান ! একদম সেই লেভেলের ভয় ???
তাহলে আসুন, আপনাদের সাথে পরিচয় করিয়ে দেই বর্তমান সময়ে তুরস্কের অন্যতম সেরা একজন ডিরেক্টর 'Hasan Karacadag'- এর টার্কিশ মুভি 'D@bbe' সিরিজ এর সঙ্গে। ২০০৬ থেকে ২০১৪ পর্যন্ত মুভিটির ৫টা পার্ট রিলিজ পায়। এর মধ্যে বেশি শ্বাসরুদ্ধকর ধরা যেতে পারে ৩,৪, ও ৫...
'D@bbe' এমন একটা মুভি যেখানে কোন ধরনের অস্বাভাবিকতাকে বিন্দুমাত্র ঠাই দেয়া হয়নি। সম্পূর্ণ রিয়েলিটির উপর বেইজ করে মুভিটা বানানো। সেজন্য এখানে আনরিয়েল বিকটদর্শন কোন কিছুর দেখা পাবেন না তবে যেসব জিনিসের দেখা পাবেন, মনে- প্রানে কখনই সেসব জিনিসের সাক্ষাৎ আপনি পেতে চাইবেন না। নিশ্চয়ই বুঝতে পারছেন কিসের কথা বলছি? হ্যাঁ, জিন সম্প্রদায়।
সরাসরি জিন সম্প্রদায় নিয়ে কোন মুভি এর আগে আমার চোখে পরেনি। এটাই প্রথম। আর সেজন্যই অন্যরকম একটা ভয় কাজ করেছে মুভিটা দেখার সময়।
বান- মারা, তাবিজ করা থেকে শুরু করে ব্ল্যাক- ম্যাজিকের সমস্ত প্রকার অতিমানবিক ব্যাপার এবং এ কাজে ব্যবহৃত জিনিষপত্রের বাস্তব দেখা পাওয়া যাবে এই মুভিটিতে। 'Found Footage' স্টাইলে নির্মিত এই মুভিটির মেকিং, স্টোরি, ক্যামেরার কাজ বিশেষ করে সাউন্ড- ইফেক্ট আর ভিজুয়াল- ইফেক্ট এতোটাই অসাধারন আর শক্তিশালী ছিলো যে হলিউডের সেরা কিছু হরর মুভিও এটার সামনে নস্যি মনে হয়েছে। জিন সম্প্রদায় কারা, কোরআনে তাদের ব্যাপারে কি বলা হয়েছে, খারাপ জিন কতোটা শক্তিশালী ও ভয়ানক হতে পারে, কিভাবে তারা মানুষের ভিতরে ঢুকে প্রভাব বিস্তার করে ফেলতে পারে এ ধরনের চিরাচরিত অনেক প্রশ্ন এবং সেগুলোর উত্তর উঠে এসেছে এই মুভিতে।
মডার্ন সাইন্স আর জিন (গুপ্ত) সম্প্রদায়ের মধ্যকার যে কন্ট্রাডিকশন- সে ব্যাপারগুলোও বেশ কিছু জায়গায় ফোকাস করা হয়েছে। মুভিটায় এমন কিছু শট রয়েছে যেখানে সরাসরি মূল দৃশ্যগুলোর উপর ফোকাস করা হয়নি। আপনার চোখ রাখতে হবে পুরো স্ক্রিনে এবং তাহলেই আপনি বুঝতে পারবেন 'something wrong is happening around'
*** সারা বিশ্বে বেশ কিছু নিষিদ্ধ- ঘোষিত গুপ্ত সংগঠন রয়েছে যারা এখনও ব্ল্যাক- ম্যাজিক বা ডাইনীবিদ্যার চর্চা করে যাচ্ছে। সাধারন মানুষের পাশে থেকেই প্রয়োগ করে যাচ্ছে তাদের ভয়াবহ কালো শক্তি, ব্যবহার করছে বিভিন্ন ধরনের গুপ্ত কোড যা সাধারন মানুষের ধারনারও বাইরে। আর এই সমস্ত ব্যপারগুলো 'Hasan' চমৎকার দক্ষতার সাথে তুলে ধরেছেন এই মুভিতে। কিছু জায়গায় ফাঁসও করে দিয়েছেন সেসমস্ত শয়তানি কোড।
ব্ল্যাক ম্যাজিক বা জিন জাতির ব্যাপারে যাদের স্টাডি আছে তারা বিস্ময় প্রকাশ না করে পারবেন না, কারন মুভিটির অনেক কিছুই মিলে যাবে তাদের স্টাডির সাথে ***
*** মুভি দেখার পূর্বে যা না বললেই নয়ঃ ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলবো- লাইফে অনেক হরর মুভি দেখেছি। এই মুভিটা দেখে যে ধরনের ভয় বা অস্বস্তি Feel করেছি সেটা এখন পর্যন্ত অন্য কোন মুভি দেখে হয়নি। অ্যারাবিক শব্দ সম্বলিত মিউজিক, আর আবছা আলোয় জিনের উপস্থিতি- আপনার ইন্দ্রিয়কে এমনভাবে নারা দেবে- যে নারা সচরাচর আপনি পেয়ে অভ্যাস্ত নন। প্রচলিত ভূত- প্রেত, আত্মার মুভি দেখে যে ভয়টা আমরা পাই, কথা দিচ্ছি- এই মুভি থেকে প্রাপ্ত ভয়টা..... সেই ভয় থেকে সম্পূর্ণ বিপরীত। ভয় আর অস্বস্তির মাঝখানের অপরিচিত এক জগতে প্রবেশ করবেন আপনি... হঠাত করেই হয়তো রুমে কোন কিছুর উপস্থিতিও অনুভব করবেন বেশ শক্তভাবে... বেশ কয়েক রাত ভয়ানক সব দুঃস্বপ্ন হয়তো তারা করে বেরাবে আপনাকে ***
সুতরাং, সিদ্ধান্ত আপনার... যদি দুর্বল চিত্তের হয়ে থাকেন তাহলে বাদ দিন। আর যদি নিজের আত্মারাম কে খাঁচা থেকে কিছুক্ষনের জন্য বের হয়ে ঘোরাঘুরির সুযোগ দিতে চান তাহলে মাঝরাতে সব আলো নিভিয়ে দিয়ে সাউন্ড সিস্টেমে তেল মেরে (হেডফোন থাকলে ভলিউম বাড়িয়ে) বসে পড়ুন মুভিটি নিয়ে... আপনার সময়- বৃথা যাবে না...
শেষ করার আগে মুভিটি নিয়ে যে দুটি ভয়ানক তথ্য না দিলে ভয়টা পরিপূর্ণ হবেনা-
১) মুভিগুলোর প্রত্যেকটার কাহিনী- বাস্তব ঘটনার আলোকে নির্মিত।
২) মুভিতে জিনদের যে ভয়েস ব্যাবহার করা হয়েছে- তা বিভিন্ন আর্কাইভস থেকে সংগ্রহ করা জিনদের সত্যিকারের ভয়েস।
------------------------------------------
**************************
এরপর আরো ৩-৪টা পোষ্ট হয়েছে মুভিগুলো নিয়ে। নিঃসন্দেহে বলা যায় আরো পোষ্ট হবে ভবিষ্যতে। তার কারন একটাই, সাধারন হলিউডি মুভি থেকে এই মুভি সম্পূর্ণই আলাদা। এমন একজনও নেই যে এই মুভিটা দেখে ভালো বলেনি। সাহসী বীর ফেসবুকাররা, যারা হরর মুভি নিয়ে কমেডি করতে ছাড়েন না, তারাও মুভিটা দেখে একবাক্যে স্বীকার করেছে হরর মুভি বলে যদি কিছু থেকে থাকে তাহলে এটাই সেই মুভি। যতদূর শুনেছি, সাহসী ব্লগাররা এই মুভি দেখে রাতে লাইট জ্বেলেই ঘুমাচ্ছে। ১ আর ২ না দেখলেও ৩ আর ৪ পার্ট আমি দেখেছি। কোন সন্দেহ নাই, ভয় পেতেই হবে এই মুভি দেখে। অবশ্য কেন এই মুভি দেখে সবাই ভয় পাচ্ছে বা পাবে তারও একটা ব্যাখ্য দাড় করেছি আমি। ব্যাখ্যাটা নীচে উল্লেখ করলামঃ
সাধারন হলিউডি হরর মুভিতে আমরা কি দেখছিঃ
১. ডিমন, স্পিরিট, ভ্যাম্পায়ার, ওয়্যারউল্ফ (এগুলোর কোনটাতেই আমরা বিশ্বাস করিনা।)
২. ভুত তাড়ানোর জন্য খ্রীষ্টিয় পদ্ধতি। (এগুলোর সাথে আমরা পরিচিত নই।)
৩. হলিউডি হরর মুভি মানেই লাইট অফ-অন, আচমকা সাউন্ড, দরজার ক্যাচ ক্যাচ শব্দ। (এগুলো তো ন্যাংটা কাল থেকেই হরর মুভিতে দেখে আসছি)
৪. ভুত মারার জন্য গুলি, তলোয়ার, ক্রুশ, সিলভার বুলেট। (এইগুলো কিছু হইল? )
এবার দেখা যাক, D@bbe মুভিতে আমরা কি দেখছিঃ
১. জ্বিন।
২. জ্বিন আনার জন্য বিভিন্ন কুফরী কালাম, পুতুল বানায়ে সেগুলো কোথাও পুতে রাখা এবং তাবিজ কবজ।
৩. সাধারন মুভির মতো ফাউ দৃশ্য প্রায় কিছুই দেখানো হয়নি।
তাহলে আমরা ছোটবেলা থেকে যেগুলো মা-দাদীর মুখে শুনে আসছি, যেগুলো আমরা বিশ্বাস করি ঠিক সেগুলেই তুলে আনা হয়েছে তুর্কীশ এই মুভিতে। আমি একজন মুসলিম হিসেবে অবশ্যই জ্বীনে বিশ্বাস করি। সেই জ্বীনকেই অত্যন্ত ভয়ংকরভাবে দেখানো হয়েছে এই মুভিতে। মুসলমান হিসেবে জানি, কুফরী কালাম করা সম্ভব এবং তার দ্বারা অশুভ শক্তিকে জাগানোও সম্ভব। সেটাই দেখানো হচ্ছে এই মুভিতে। তাবিজ কবজ যে অহরহ হয় সেগুলো নিয়মিতই শুনে আসছি। আরও বিভিন্ন পরিচিত দৃশ্য, শোনা ঘটনার সাথে সম্পূরক ঘটনা............... সব মিলায়ে আমরা সাহসীরা আজ কম্বলের তলায়। আর শেষে যদি অশুভ শক্তিরই জয় হয়, তাইলেতো আতঙ্কতো লাগবেই।
****************
যেটা বলছিলাম, এখানে যারা ব্লগিং করেন তারা প্রায় সবাইই নিয়মিত ফেসবুকার। সবাই-ই হয়ত এই ৩-৪ দিনে এই মুভিটা সম্পর্কে অবগত হয়েছে, অনেকেই হয়ত দেখেও ফেলেছেন। তারপরেও যারা এখনও দেখেননি, আমি কখনই তাদেরকে এই মুভি দেখতে আমন্ত্রন জানাবো না। দূর্বলচিত্তের কেউ তো এই মুভি অবশ্যই দেখবেন না।
মুভির লিংক:
D@bbe : https://www.youtube.com/watch?v=mB1Q72GnJkg
D@bbe 2: https://www.youtube.com/watch?v=uGI5jjhdgjc
D@bbe 3: Click This Link
D@bbe 4: Click This Link
সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:১৭