বিপ্লবের কথা শুনেছি, নিজ চোখে বিপ্লব দেখলাম এই প্রথম। হতে পারে এটা খুব ছোট পরিসরে কিন্তু বিপ্লব তো বটেই। এই বিপ্লব ছিল অন্যায়ের বিরূদ্ধে ন্যায়ের বিপ্লব, অপশক্তির বিরূদ্ধে প্রতিবাদের বিপ্লব।
কে এই অপশক্তি? এই ব্লগে সংখ্যাগরিষ্ট ব্লগার মুসলিম হওয়া সত্বেও, সঠিক মুসলিম আদর্শে অনুপ্রাণিত ব্লগাররা কখনই অন্য ধর্মের ব্লগারদের হেয় করে দেখেনা। আবার সঠিক হিন্দু বা খ্রীষ্টান বা নাস্তিক কোন ব্লগারও একে অপরকে ছোট করে নিজে বড় হওয়ার চেষ্ট করেনা। নিজ নিজ অবস্থানে থেকে তারা সবসময়ই সুস্থ ধারার ব্লগিং এর প্রতি নিজেদের মূল্যবান সময় ব্যায় করে। ব্লগকে তারা একটা পরিবার মনে করে, ব্লগারদের মনে করে নিজ পরিবারের সদস্য। অন্তত এটুকু ঠিকই আন্দাজ করা যায় ব্লগের পরিবেশ নষ্ট করার পিছনে ধর্মীয় চেতনা মোটেই ছিলনা। যেটা ছিল সেটা হলো মানুষের ধর্মীয় অনুভূতি ব্যাবহার করে সামুর ব্লগারদের মধ্যে বিভেদ সৃষ্টি করা এবং সামুর ব্লগারদের মধ্যে বৈষম্য সৃষ্টি করে ব্লগকে ধংসের পর্যায়ে নিয়ে আসা। কিন্তু এই অপশক্তি ব্যার্থ হয়েছে। সামু কোন অসভ্য-মূর্খদের বিচরন ক্ষেত্র না। এখনে ব্লগাররা সমাজের একটা সুস্থ অবস্থান থেকে এসেছে, ইচ্ছা করলেই এই পরিবারকে এত সহজে ধংস করা কোন অপশক্তির পক্ষেই সম্ভব না।
শেষ কথা: আমি এখানে কোন অপশক্তিকে চিহ্নিত করতে আসিনি। শুধুই মনের কথাগুলো লিখে প্রকাশ করতে চেয়েছি। অপশক্তির এই অসৎ উদ্দেশ্য পুরোপুরি সফল না হলেও সাময়িকভাবে কিছু বিশৃঙ্খলার সৃষ্টিতো হয়েছেই। ইসলামের সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী ও রাসুল হয়রত মুহাম্মদ (সাঃ)-কে অবমাননা ধর্মপ্রাণ মানুষকে তীব্রভাবে কষ্ট দিবে এটাই স্বাভাবিক। এর প্রতিবাদে সাময়িকভাবে প্রতিবাদে ফেটে পড়েছে সাধারন ব্লগাররা এবং আমার মনে হয়, অন্য ধর্মের যেসব ব্লগার আছেন যারা নিজেদের ধর্মকে ভালোবাসেন, এমনকি সঠিক নাস্তিক যারা কোন নির্দিষ্ট ধর্মবিদ্বেষী নয় তারাও নিজ নিজ অবস্থান থেকে এর প্রতিবাদ করেছে। একটু দেরীতে হলেও দুঃখ প্রকাশ করেছেন কতৃপক্ষ। ব্লগারদের মধ্যে সাময়িকভাবে কিছুটা ভুল বোঝাবুঝি থেকে শুরু করে, মোডারেটরদের নিয়ে ঘৃণ্য নোংরা পোষ্ট এবং এই বির্শঙ্খলার কারনে কিছু ভালো ব্লগারদের ব্যান- এসবই এর বহিঃপ্রকাশ।
ব্লগারদের অনুরোধ করছি আপনারা আবার সুন্দর ও সুস্থ ধারার ব্লগিং শুরু করুন এবং মোডারেটরদের অনুরোধ করছি চেয়ারম্যান সহ অন্যান্ন নিরীহ ব্লগারদের দ্রত সেফ করে সামুকে সেই পূর্বের শক্তিশালী অবস্থানে ফিরিয়ে এনে অসুস্থ ওই অপশক্তিকে বুঝিয়ে দিন- আমরা ভেঙ্গেও পড়িনি আমরা মচকেও যাইনি।
আমার মতে একমাত্র এটাই হতে পারে দূর্বল সেই অপশক্তির অসৎ উদ্দেশ্যের বিরুদ্ধে দাঁতভাঙ্গা জবাব।