সামুতে এক-একজন ব্লগার এক এক ধরনের পোষ্ট দেন। কোনটা মজার, কোনটা কাজের আবার কোনটা বোরিং। তাহলে সংক্ষেপে একটু দেখে নিই কোন ব্লগার সাধারনত কি ধরনের পোষ্ট দেন। (অবশ্যই ফানি স্টাইলে)
বি:দ্র: যাদের কথা লিখেছি এবং ভবিষ্যতে লিখবো, তারা সবাই আমার বন্ধু মানুষ। সুতরাং তাদের নিয়ে একটু ফান করার অধিকার আছে বলেই আমি মনে করি।

হাসান জোবায়ের:
১. আসুন আপনার তোলা সুন্দর ছবিগুলোর বাঁশ মারি।

২. আপনার কম্পুর নাড়ি ভুড়ি সম্পর্কে জানতে চান, তাহলে আসুন।

৩. জেনে নিন আপনার এল সি ডি মনিটরের পেটে ব্যাথা হচ্ছে কিনা।

৪. ছবি যতই সুন্দর হোক না কেন, মুহূর্তেই দিন বাঁশ।

৫. দোকানীর বাঁশ দিতে যেয়ে আমার ধোলাই খাওয়া।

৬. এবার আপনার ওয়েবক্যামকে ব্যাবহার করুন সিসি মাছি তাড়ানোর কাজে। দাড়োয়ানগিরির শুরু এখানেই!



৭. জেনে নিন ১২০ বছর পরে আপনি দেখতে কেমন হবেন!!!!!(কঙ্কাল ছাড়া আর কি)

৮. ঘোলা ছবি আরো ঘোলা করুন এক সেকেন্ডে!!!



ত্রিনিত্রি:
১. প্রত্যেকটা প্রলাপেরই অর্থ আছে। (কোবতে)

২. এক্কেরে ফাইন পুষ্ট! কিন্তু আজ ২ দিন ধরে আমার জন্মদিন চলতাছে, তাই দেয়া জায়েজ আছে!


৩. রাজকান্দির চরম আতংক - দুইশতম পর্ব

৪. বেফাঁস কথায় রাজহাঁস।

৫. দার্জিলিং-নেপাল-ভুটান.....চইসা খামু।

৬. আমি একজন খাদক। কি করমু।

৭. আবারো সেই পুরান প্যাচাল… ডিম না মুরগী! মুরগী না ডিম!! (ডিম হোক আর মুরগী হোক..... ছিল্লা কাইটা লবন মাখাইয়া খামু)

জিসান শা ইকরাম (শ্রদ্ধেয়):
১. আমি যেহেতু একটা ছাইয়া নিক, তাই ব্লগ মাতার কাছে আমার বিনীত অনুরোধ আমাকে ব্যান করুন। (হিট পুষ্ট)

২. আমার প্রিয়তে রাখা,ভালো লাগা পোষ্ট সমগ্র (সংস্কার চলছে, চলছে, চলছে, চলছে............................চলতেই আছে)

৩. যারা মুখে বলে এক,কিন্তু কাজ করে অন্য , এমন লোকদের ধরে চুম্মা খাওন উচিত।

৩. আজ হিট প্রত্যাসি পার্টির চেয়ারপারসন : টিনটিনের জন্মদিন,যিনি হাজার চেষ্টা কইরাও অহনও হিট হইতে পারেননি।

৪. জিসান ভাইকে কিভাবে আরো হিট করা যায়? আসুন আলোচনা করি

৫. সবাইকে ২০১২ এর শুভেচ্ছা, পিঠা নিন,ডায়াবেটিস হলেও প্রবলেম নাই, সুগার ফ্রী আছে।

নুপুরের রিনিঝিনি:
১. নূপুরের দিনলিপি ১

২. নূপুরের দিনলিপি ১০

৩. নূপুরের দিনলিপি ১০১

৪. নূপুরের দিনলিপি ৫৫৪

৫. নূপুরের দিনলিপি ১০২৭

৬. নূপুরের দিনলিপি ১০৫৯৬

৭. নূপুরের দিনলিপি ৮৬৯৭৮

৮. নূপুরের দিনলিপি ১০৯৫৪৮

৯. নূপুরের দিনলিপি ১০৩৯৪৭৮৫৯৩৮৫০৫৮৫৩০২৮৯৪৪০৪৫

শায়মা:
১. তুমি আমার অন্ধকার রাত্রি ...তুমি আমার অন্ধকারের ঘনঘটা ....

২. আমার অন্তরের মানুষ আছে প্রাণে তাই .....(বাকিটুকু বুঝি নাই)

৩. আবার এসেছে ফিরে বর্ষার ঘনঘটা!!

৪. প্রালোজি - পা দেইখ্যা মানুষ চেনার বিস্ময়!!

৫. চির হিট কার্টুন - টিনটিন!!

৬. গল্পটা এমনও হতে পারতো........আবার অমনো হতে পারতো......আবার সেইরামও হইতে পারতো.....আবার................................



৭. নিপুণের দিনরাত্রী- ১০৩৯৪৮৫৬৪ পর্ব

৮. ছোট্টবেলার পুকুরের তলের ইলিশ মাছ....

শিশিরের বিন্দু:
১. বাইচ্চা আছি (লেখক এইহানে কুনো মন্তব্য নিবেন না..কেন তা জানিনা।)

২. পদ্ম কন্যার আবার জীবন লাভ। (হিন্দি সিনেমার লাহান)

৩. বাকি সব পুষ্ট উধাও













টিনটিন`:
১. হড়ড় গল্প (জনপ্রিয় হইবার চাই )

২. আমার ছোট থেকে বড় হওয়া, লুইচ্চামী করা আর প্রচুর প্রচুর গান শোনা। দেখুন তো, কেউ একটু হিট দিবার পারেন কিনা?

৩. সেলিব্রেটি ব্লগার নিয়া একটা পুষ্ট দিই। (এইবার হিট হমুই)

৪. নবীন ব্লগারদের নিয়া একটা পুষ্ট দিই। (এইবার হিট ঠ্যাকায় কেডা)

৫. খেলনা নিয়ে এইবার পুষ্ট দিমু (এইবার হিট হইলেও হইতে পারি)

৬. ব্লগারগো পুষ্ট নিয়ে এইবার পুষ্ট দিমু। (এইবার যদি হিট না হই, তো.......

