ব্লগ স্বাধীনভাবে মতপ্রকাশের স্থান। এই ব্লগের সবকিছুই সুন্দর। তবে কিছু ব্লগার আছে যাদের কাজই হল অন্যকে খচান। যেমন আমি যখন ভাল কথা বলে পষ্ট দেই একদল ব্লগার এসে গালি দিয়ে যান। যুক্তিতে আসতে ভয় পায়। তাদেরকে কিছু বললে দলবল নিয়ে এসে গালি দিয়ে যায়। আমি গালিকে ভয় পাই না জানি বাকশালীদের গালিই সম্বল। তাই ধর্যের সাথে তাদের সাথে কথা বলি। খুব অসহ্য হলে সাময়িক ব্লক করে দিয়ে তুলে নি কারন আমি সবাইকে বন্ধুই ভাবতে চাই।
কয়েকদিন ধরে দেখছি এরা নাফে মহাম্মদ আনাম ও ব্লগার দেবিকা সাথীর পিছনে লেগেছে। এদের দৈরাত্যে মহম্মদ আলী আকন্দ, সারয়ার চৌধুরী, পলাশ, কালপুরুষ, নুরে আলমের মত নিষ্ঠাবান ব্লগাররা আক্রান্ত হয়েছেন। মেয়ে ব্লগারদের মধ্যে ফারজানা মাহবুবা, সন্ধাবাতি, উন্মে আব্দুল্লাহ, চতুর্ভুজের মত মেধাবী ব্লগাররা ব্লগ ছাড়তে বাধ্য হয়েছেন। ত্রিভুজকে আমি অপছন্দ করি। তবু তার পিছনে যেভাবে সবাই লাগে তা দৃষ্টিকটু।
এই মুহুর্তে তারা মডারেটরদের পিছনে লেগেছে। আইন সবার জন্য সমান। এই ব্লগে একটি মাত্র গালি না দিয়েও আমি ওয়াচ, জেনারেল হয়েছি তাদের রিপর্টের শিকার হয়ে। একজন ব্লগার যদি সামহয়ারইনে থেকে শ্লগান দেয় Say good bye to somewherein তাকে ব্যন না করে আর কি উপায় থাকতে পারে? এখানে কতৃপক্ষ বিনামুল্যে লেখার সুযগ দিয়েছেন তার অপব্যবহার করে তাদেরকে ব্যন না করে উপায় আছে?
এ নিয়ে অনেকে ব্লগ রাজনীতি করে ব্লগ গরম করেছে। সাধারন ব্লগাররা এই বিশৃংখলাকারীদের প্রতিহত করুন। এই জন্জালমুক্ত হলে সুন্দর ভবিষ্যতে আগামী দিনের সামহয়ারইন আমরা পেতে পারি।
সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:৪২