শান্তির ধর্ম ইসলাম। যুগে যুগে যখন বেদ্বীন কাফিরদের অন্যায়ে পৃথিবী ভেসে গিয়েছে তখন শান্তির বানী নিয়ে নবী ( দঃ ) আবির্ভাব হয়েছেন। ইসলাম পারষ্পরিক রেষারেষি ও দ্বন্দ ভুলে সহবস্থানের জন্য নির্দেশ দেয়। কিন্তু ইসলাম একই সাথে ন্যায়ের প্রতি যেমন কমল, অন্যায়ের প্রতি তেমন কঠর।
ভারতের বম্বে শহরে গতকাল যে বমা বিস্ফোরন ও আমেরিকা ব্রিটিস নাগরিকদের ইহুদিদের ওপরে হামলা হয়েছে তাকে সবাই নিন্দা করছেন। কিন্তু এর পিছনের ঘটনা একবার ভেবেছেন কি? সারাবিশ্বে যেখানে পারছে তারা মুসলমানদের অত্যাচার করছে। ১০০ জন মানুষের মৃত্যুতে মিডিয়া এত সরব হলেও লাখ লাখ ফিলিস্তিনি মানববেতর জীবনযাপন করছে।
আলজাজিরার নিচের ধারাভাষ্যটি শুনুন
আমি এদের কাজকে সমর্থন করছি না। আলচনার মাধ্যমে সমস্যা সমাধান হয়ত করা যায়। তাছাড়া যাদেরকে জিম্মি করা হয়েছে তারা মুসলমানদের ওপর অত্যাচারের জন্য সরাসরি দায়ি না ও হতে পারে। কিন্তু এদের বক্তব্য একটু ভেবে দেখেছেন কি? তারা নিজস্ব জাগতিক কন লাভের সন্ধানে এভাবে জীবনের ঝুকি নিয়ে ফাইট করছে? না। তারা অন্যায়ের প্রতিশধ নিচ্ছে।
আলচনার মাধ্যমে সমস্যা সমাধানের কন রাস্তা না থাকলে তখন জিহাদের কন বিকল্প থাকে না।
ওসির নির্দেশ মতো ডিউটি অফিসার রাঘবেন্দ্র যাদব লাশ পরিদর্শনের সব ব্যবস্থা করে দিলেন। গাড়ির ড্রাইভার সহ তিনজন কনস্টেবল যথাস্থানে তৈরি ছিলেন। বেশি সময় অপেক্ষা করতে হয়নি ওনাদের।খানিক বাদেই... ...বাকিটুকু পড়ুন
জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যখন এক ঝাক তরুনদের রক্তের উপড় দাঁড়িয়ে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে একের পর এ জ্বালাময়ী কর্মসুচী দিচ্ছিল , তখন বিএনপির... ...বাকিটুকু পড়ুন
আমাদের জাতীয় নেতাদের বংশধরেরা বড়ই অদ্ভুত জীবন যাপন করছেন। তাদের বাপ চাচাদের মধ্যে মত-বিরোধ থাকিলেও একে অপর কে জনসম্মুখে অপমান করেন নাই। এক্ষেত্রে নেতাদের প্রজন্ম পূর্বপুরুষ দের ট্রাডিশন ধরে রাখতে... ...বাকিটুকু পড়ুন