সামুতে অনেক ব্লগার ব্লগিং করেছেন এবং করছেন। ব্লগিং করতে করতে অনেকেই জনপ্রিয়তার তুঙ্গে উঠেছেন। উনাদের লেখা যেমন আমার অনেক ভাল লাগে তেমনি অনেকে পাঠকেরই ভাল লাগে। তবে হয়ত অনেক পাঠকই জানেন না তারা তাদের প্রিয়জনকে কিভাবে প্রপোজ করেছিলেন অথবা নিকট বা দূর ভবিষ্যতে কিভাবে করবেন। যারা জানেন না এই পোষ্টটি শুধু তাদের জন্যই।


জানা আপুঃ আরিল্ড, তুমি অল টাইম শেভ করে ক্লিন হয়ে থাকবা যেন তোমাকে অনেক হ্যান্ডসাম দেখায়। আর অন্য মেয়েদের সামনে বেশি পার্ট নিবা না।




দূর্যোধনঃ সারাটা জীবন খালি মুভি রিভিও দিয়েই গেলাম। মুভি রিভিও দিবার গিয়া কত নায়কের সাথে নায়িকার মধুর প্রেম কাহিনী লেখলাম।




চেয়ারম্যান ০০৭: যত যাই কও না কেন আমি কইলাম চেয়ারম্যান। সারাদিন আরএফএল এর চেয়ারে বইসা বইসা ঘুষ খাই। আর মাঝে মাঝে আমার ছোটবেলার বান্দরামীর কাহিনী সবাইরে কইয়া বেড়াই।




নাফিস ইফতেখারঃ তুমি কি জানো আমি প্রেম ভালুবাসা লইয়া কত লেখা লেখছি? ওইসব লেখা পইড়া লেখক পাঠক নির্বিশেষে সবার একটা না একটা গতি হইছে। কিন্তু, আমার কিছু হইল না!




রেজওয়ান তানিমঃ এইবারের বই মেলায় আমার কবিতার বই বাইর হইছে কিন্তু। খুব খিয়াল কইরা দেখবা যে প্রায় সব কবিতা কিন্তু লেখা হইছে গভীর রাতে। আর অনেকগুলাই কিন্তু খুব রুমান্টিক। আর কেউ বুঝুক আর না বুঝুক খালি তুমিই তো বুঝবা যে খালি তুমার লাইগা আমার সারারাত ঘুম হয় না।


চলো আমরা দুজন পালাই,
লুকাইয়া বিয়া কইরা ফালাই।


সাব্রিনা সিরাজী তিতিরঃ আমি খালি তুমারেই অনেক ভালাবাসি। আমারও কিন্তু বই মেলায় বই বাইর হয়। তয় ওইসব বইয়ের সৌজন্য সংখা আমি কাউরে দেই না। এমনকি আমার ছুডো ভাইডারেও না।




~মাইনাচ~: আমি কইলাম এতডা রুমান্টিক না। প্রেম লইয়া তুমার সাথে দীর্ঘ গবেষণা করতাম পারতাম না।




ফারজুল আরেফিনঃ নাম শুইনাই নিশ্চয়ই বুঝো আমি আরেফিন রুমির মত প্রেমিক পুরুষ।






আশকারি রহমানঃ আমি কইলাম অনেক ছুডো। তয় প্রেম মানে না ছুডো-বড়।







নীল-দর্পনঃ আমি রেসিপি নিয়া সারাদিন বইসা থাকি। কেন খালি রেসিপি লেখি এইডা তো তুমি বুঝোই। বিয়ের পর তুমারে রেসিপি দেইখা দেইখা রান্না-বান্না কইরা খাওয়ামু। চিন্তা লইয় না।


কবির চৌধুরিঃ আমি সারাদিন গিটার লইয়াই পইড়া থাকি। সবাই মনে করে আমি গানের গুরু। আরও কত কি! আসলে আমি তো এইগুলান লেখি খালি তুমার লাইগাই।


শায়মাঃ আমি তোমারে কতডা ভালুবাসি এইডা বুঝানুর লাইগা বিশাল কোন লেকচার দেওন লাগব না।




জাহাজী পোলাঃ সারাদিন জাহাজে জাহাজে থাকি দেইখা মনে কইর না আমি আমারে একবারের জন্যও ভুইলা যাই।






শিপু ভাইঃ আমি কইলাম সেরাম হ্যান্ডসাম।






অনুজীবঃ আমি অনু। তুমারে অনেক ভালুবাসি। সবাই আমারে অনুজীব কয়। তাই আমি বিয়ার লাইগা তুমার মত পরমানু খুজতাছি।




ঈষামঃ আমি খালি তুমারেই ভালাবাসি। খালি তুমার লাইগাই তো আমি সব কাব্য লেখি। তুমি ক্যান বুঝো না!




নাফিজ মুনতাসিরঃ তোমাকে ছাড়া আমি বাচমু না। তুমি আমার গল্প দেইখা বুঝো না আমি আমার অনেক গল্পে নায়ক-নায়িকাকে মেরে ফেলি।




শিশিরের শব্দঃ তুমি তো বুঝো না খালি তুমার জন্যই আমি সব গানের লিঙ্ক দেই। কেউ না বুঝুক, তুমি তো বুঝো। খালি একবার বল তুমি আমারে ভালুবাস। তাইলেই হইব।


জাকারিয়া স্যারঃ আমি স্যার মানুষ। রবিন্দ্র পরবর্তী যুগের সেরা ব্লগ লেখক। তয় কুনু এক অজানা কারণে আমার সকল বিখ্যাত টেকি পুষ্ট বিশেষত কম্পিউটার আমাদের কি কাজে লাগে, কেমনে মেইল আইডি খুলতে হয় ইত্যাদি সামু থেইকা হারাইয়া গেছে।




উপরের ঘটনা সমূহ পুরাই কাল্পনিক। এর সাথে বাস্তবের এক ফোটাও মিল নেই। তবে কোকিলতালীয় ভাবে কিছু মিলে গেলে এর জন্য আমি ছাড়া সকল পাঠকই দায়ী থাকবেন।


সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:০৭