পিউ রিসার্চের ২০১৫ সালের একটা জরীপের ফলাফল নিয়ে এই পোস্ট দিলাম। পিউ রিসার্চ একটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সামাজিক জরীপ এবং গবেষণা সংস্থা। এই জরীপের বিষয় ছিল, ২০৫০ সালে বিশ্বের বিভিন্ন ধর্মের অনুসারীদের সংখ্যার পূর্বাভাস এবং অন্যান্য আনুষঙ্গিক পরিসংখ্যান।
এই জরীপ অনুযায়ী ২০৫০ সালে বিশ্বের ৩১.৪০% মানুষ খৃস্টান ধর্ম অনুসরণ করবে (২৯২ কোটি) এবং ২৯.৭০% মানুষ হবে ইসলাম ধর্মের অনুসারী (২৭৬ কোটি)। ২০১০ সালে খৃস্টান ধর্মাবলম্বীর হার ছিল ৩১.৪০% এবং মুসলিম ছিল ২৩.২০%। ২০৭০ সালের মধ্যে সংখ্যার দিক থেকে মুসলিমরা খৃস্টানদের অতিক্রম করে যাবে এবং সংখ্যার হিসাবে বিশ্বের ১ নম্বর ধর্ম হবে ইসলাম। ২০৫০ সালে মুসলিমদের জনসংখ্যা বর্তমানের চেয়ে (২০১০ সালে ১৬০ কোটি ছিল এবং ২০২৫ সালে ২০৪ কোটি) ৭৩% বৃদ্ধি পেয়ে ২৭৬ কোটি হবে।
নাস্তিকদের পরিসংখ্যানঃ
বিশ্বের মোট জনসংখ্যার অনুপাতে বিশ্বে নাস্তিকদের হার কমে যাবে। ২০১০ সালে নাস্তিকদের হার ছিল ১৬.৪০% এবং ২০৫০ সালে হবে ১৩.২০%। ২০১০ সালে নাস্তিক ছিল ১১৩ কোটি এবং ২০৫০ সালে হবে ১২৩ কোটি। তবে ইউরোপ এবং উত্তর অ্যামেরিকায় নাস্তিকদের হার কিছুটা বৃদ্ধি পাবে। যুক্তরাষ্ট্রে নাস্তিকের হার ২০১০ সালে ছিল ১৬% যেটা বেড়ে ২০৫০ সালে ২৬% হবে।
খৃষ্টধর্মঃ
খৃস্টানদের জনসংখ্যার হার অপরিবর্তিত থাকবে (২০১০ সালে ৩১.৪০% এবং ২০৫০ সালেও ৩১.৪০%)। ২০১০ সালে খৃস্টান জনসংখ্যা ছিল ২১৭ কোটি এবং ২০৫০ সালে হবে ২৯২ কোটি।
হিন্দু ধর্মঃ
হিন্দুদের জনসংখ্যার হার সামান্য কমে যাবে (২০১০ সালে ছিল ১৫% এবং ২০৫০ সালে হবে ১৪.৯০%)। ২০১০ সালে হিন্দু জনসংখ্যা ছিল ১০৩ কোটি এবং ২০৫০ সালে হবে ১৩৮ কোটি।
বৌদ্ধ ধর্মঃ
বৌদ্ধ ধর্মের অনুসারীদের হার কমে যাবে (২০১০ সালে ছিল ৭.১০% এবং ২০৫০ সালে হবে ৫.২০%)। ২০১০ সালে বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষ ছিল ৪৯ কোটি এবং ২০৫০ সালেও ৪৯ কোটিই থাকবে।
ইহুদি ধর্মঃ
ইহুদীদের জনসংখ্যার হার অপরিবর্তিত থাকবে (২০১০ সালে ০.২০% ছিল এবং ২০৫০ সালেও একই থাকবে)। ২০১০ সালে ইহুদি ছিল ১.৩৮ কোটি এবং ২০৫০ সালে হবে ১.৬১ কোটি।
অন্যান্য ধর্মঃ
অন্যান্য ধর্মাবলম্বী মানুষের হার কমে যাবে (২০১০ সালে ছিল ০.৮% এবং ২০৫০ সালে হবে ০.৭০%)। ২০১০ সালে অন্যান্য ধর্মাবলম্বীদের সংখ্যা ছিল প্রায় ৬ কোটি এবং ২০৫০ সালেও প্রায় একই থাকবে।
মুসলিমদের ১ নম্বরে যাওয়ার মূল কারণ হবে মুসলিমদের উচ্চ জন্মহার (৩.১০) । তুলনামুলকভাবে অন্যান্য ধর্মগুলির জন্মহার হল খৃস্টান ২.৭০, হিন্দু ২.৪০, ইহুদি ২.৩০, বৌদ্ধ ধর্ম ১.৬০ এবং অন্যান্য ধর্ম – ১.৭০ থেকে ১.৮০। ধরা হয়ে থাকে যে জন্মহার ২.১০ এর কম হলে সেই জাতি বা সমাজের জনসংখ্যা কমতে থাকে।
২০৫০ সালে ইউরোপের ১০% মানুষ হবে মুসলিম।
২০৫০ সালে সবচেয়ে বেশী মুসলমান বাস করবে ভারতে। পাকিস্তান এবং ইন্দোনেশিয়ার চেয়েও বেশী হবে।
২০৫০ সালে সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্রে ইসলাম হবে দ্বিতীয় ধর্ম (খৃস্টান ধর্ম প্রথম)।
ধর্মান্তরের প্রভাব (২০১০ থেকে ২০৫০ সাল) ঃ
২০১০ থেকে ২০৫০ সাল নাগাদ ৪ কোটি লোক খৃস্টান ধর্ম গ্রহণ করবে। কিন্তু ১০.৬১ কোটি খৃস্টান অন্য ধর্ম বা মতবাদে চলে যাবে। ফলে ধর্মান্তরের কারণে খৃস্টান জনসংখ্যা ৬ কোটির অধিক কমে যাবে।
৯.৭০ কোটি মানুষ নাস্তিক হয়ে যাবে। পক্ষান্তরে ৩.৫৫ কোটি নাস্তিক অন্য কোন ধর্ম বেছে নিবে। ধর্ম ত্যাগের কারণে নাস্তিকদের সংখ্যা প্রায় ৬ কোটি বাড়লেও স্বল্প জন্মহারের (১.৭০) কারণে নাস্তিকের সংখ্যা তেমন বাড়বে না।
১.২৬ কোটি মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করবে এবং ৯৪ লক্ষ মানুষ ইসলাম ত্যাগ করবে।
সামনের শতাব্দী হবে ইসলামের অগ্রযাত্রার শতাব্দী। সভ্যতার সাথে জনসংখ্যা বৃদ্ধির একটা সম্পর্ক আছে। এখন মুসলিমরা পশ্ছাদপদ হলেও আশা করা যায় আগামী শতাব্দীতে মুসলমানরা সব দিক থেকে অগ্রগামী থাকবে। আশা করি বিশাল জনসংখ্যার মুসলিমরাই এক শতাব্দী পরে বিশ্বের নেতৃত্ব দিবে। সবাইকে ইসলামের সুশীতল ছায়াতলে আসার জন্য আহবান জানাচ্ছি। এই সুযোগ হেলায় হারাবেন না। উভয় জাহানের কল্যাণ একমাত্র ইসলাম ধর্মেই আছে।
https://www.pewresearch.org/religion/2015/04/02/religious-projections-2010-2050/
সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০২৫ বিকাল ৩:৫৯