সোর্ড লিলি বা মেক্সিকান সোর্ড লিলির নামের সাথে লিলি থাকলেও এটি আসলে লিলি বা লিলি পরিবারের কোনো ফুল নয়। কিভাবে কিভাবে যেনো এর নামের সাথে লিলি জুড়ে গেছে। এতো চমৎকার একটি ফুল কিন্তু এর কোনো বাংলা নাম নেই। মুখে মুখে সোর্ড লিলি নামটাই বাংলার মতো হয়ে গেছে। তবে সোর্ড লিলির আরেকটি প্রজাতি আছে যেটিকে "জল গোলাপ" বলা হয়।
সোর্ড লিলি / মেক্সিকান সোর্ড লিলি
Common Name : Mexican sword plant, Sword lily, Radican Sword, Creeping Burhead
Scientific Name : Echinodorus palifolius
মেক্সিকান সোর্ড লিলি মেক্সিকো ও ব্রাজিলের স্থানীয়। বাংলাদেশে এর বিস্তার বেশ ভালোই। বিশেষ করে বর্তমানে ছাদ বাগানে এবং বারান্দা বাগানে সোর্ড লিলি নিজেদের যায়গা করে নিয়েছে। তেমন একটা যত্ন নিতে হয় না। কিছুটা রোদ পেলেই চলে। ভেজা মাটি, পুকুরের ধার, নালা-নর্দমায় অনায়াসেই এর বিস্তার ঘটতে পারে। কেটে ছেটে না রাখলে চারপাশে ছড়িয়ে পরার চেষ্টা করে। যদিও খুব একটা আগ্রাসী নয় এরা। সোর্ড লিলি একটি জলজ উদ্ভিদ হলেও কচুরি পানার মতো জলে ভেসে চলা জলজ উদ্ভিদ নয়। এরা বহুবর্ষজীবী অর্নামেন্টাল জলজ উদ্ভিদ। সোর্ড লিলি সাধারণত শিকড় মূল, বীজ ও ফুলের ডাঁটায় শিকড় গজানোর মধ্য দিয়ে বংশবিস্তার করে।
সোর্ড লিলির কান্ড গুলি কৌণিক ও মসৃণ। কান্ড গুলি ২ থেকে ৪ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। কান্ডের চূড়ায় থাকে একটি চকচকে সবুজ পাতলা শিরাযুক্ত লম্বাটে উপবৃত্তাকার পাতা। পাতাগুলি ৬ থেকে ৮ ইঞ্চির মত লম্বা এবং প্রস্থে ৪ থেকে ৬ ইঞ্চি পর্যন্ত হতে পারে। তবে কিছু কিছু পাতা ১৬ ইঞ্চি পর্যন্ত লম্বা হতে দেখা যায়। মাঝে মাঝে পাতার ওজনে ডালগুলি নিচে ভেঙ্গে পরে। পুরনো কান্ড ও পাতা শুকিয়ে যায়। শুকিয়ে যাওয়া কান্ড ও পাতা সরিয়ে না ফেললে দেখতে বেশ খারাপই লাগে। প্রতি গুচ্ছ গাছে ৯ থেকে ১২টির মতো পাতা থাকে।
সোর্ড লিলির ফুল প্রায় সারা বছরই ফুটতে দেখা যায়। তবে বসন্ত থেকে শরৎ পর্যন্ত অবাধে প্রস্ফুটিত হয়। গাছের গুচ্ছের গোড়া থেকে ২ থেকে ৩ ফুট লম্বা একটি অনমনীয় পুষ্পদন্ড বের হয়। পুষ্পদন্ডের কয়েক ইঞ্চি পরপর ঘূর্ণায়মান ভাবে কয়েকটি করে ফুলের গুচ্ছ থাকে। গুচ্ছগুলিতে এক সাথে বেশ কয়েকটি করে ফুল ফুটতে শুরু করে। সোর্ড লিলি দীর্ঘ-প্রস্ফুটিত ফুল, এরা এক সাথে সবাই না ফুটে কয়েকটি করে দীর্ঘ সময় নিয়ে ফোটে।
ফুলগুলি হয় সাদা রঙ্গের। প্রতিটি ফুলে শ্বেতশুভ্র ৩টি করে পাপড়ি থাকে। ফুলগুলি দেখতে সসারের মতো। প্রতিটি পাপড়ি একে অপরের সাথে অভারলেপিং করে থাকে। পাপড়ি গুলি প্রায় এক ইঞ্চি লম্বা এবং এক ইঞ্চির চেয়ে সামান্য বেশি চওড়া হয়। এক-একটি পুষ্পদন্ডে ৮ থেকে ১৫ টি ফুলের গুচ্ছ হতে পারে। এই গুচ্ছগুলিতে পরবর্তীতে শিকড় গজায় এবং এগুলি দিয়ে অনায়াসেই চারা করা যায়। প্রতিটি ফুলের কেন্দ্রে হলদে রং এর ২০ থেকে ২৪টি পুংকেশর থাকে।
সোর্ড লিলি গাছে তেমন কোনো রোগ বালাই নেই। পোকা-মাকর, কীটপতঙ্গ খুব একটা আক্রমন করে না। তবে ছাদে বা বারান্দায় গাছ লাগালে পানির দিকে সব সময় নজর রাখতে হবে। মশার লাভা দেখা গেলে পানিতে কিটনাশক দিতে হবে। এর কোনো ঔষধীগুণাগুণ রয়েছে কিনা তা আমার জানা নাই।
ছবি ও বর্ণনা : মরুভূমির জলদস্যু।
ছবি তোলার স্থান : বাড্ডা, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২০শে আগষ্ট ২০১৮ খ্রিষ্টাব্দ।
সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০২৫ বিকাল ৫:৩৪