আমরা একটা কঠিন সময় পার করছি....
বিএনপি জানে তাদের মূল প্রতিপক্ষ কারা.....
ছাত্রসমন্বয়করা জানে রাজনীতিতে তাদের দৌড় কতদূর...
তারেক রহমানের যখন দেশে ফেরার সময় ঘনিয়ে আসছে তখনই হাসনাত গং নানান কাহিনী শুরু করেছে। ডক্টর ইউনুস, সেনাবাহিনী এবং জনগণকে মুখোমুখি দাঁড় করাতে উঠে পড়ে লেগেছে। ওরা জানে, তারেক রহমান দেশে আসলেই ছাত্রসমন্বয়কদের তাদের খেল খতম। ওরা হারিয়ে যাবে রাজনীতির অতলে। কাজেই যেকোনো ভাবেই অরাজকতা সৃষ্টি করতে সচেষ্ট।
জেনারেল ওয়াকার সাহেবের জন্য কিছু কথাঃ
আপনার কল্যাণে দুর্নীতিবাজ শেখ পরিবারের পালিয়ে যাওয়া আপনার আত্মীয় স্বজনরা এবং তাদের প্রভুদেশ ভারত সরকার এখনো আপনার উপরই ভরসা করে। আপনি একটা কিছু করবেন এবং শেখ হাসিনাকে আবার মসনদে আসীন করে দিবেন। আত্মীয় হিসাবে দায় শোধ করার একটা তাড়না আপনার ভেতর থাকাটাই স্বাভাবিক। অবশ্য সেই দায় আপনি শোধ করছেন ৫ আগস্ট ২০২৪ সালে তাদেরকে জীবন নিয়ে গণভবন থেকে পালিয়ে যেতে দিয়ে। একই সাথে শেখ পরিবারের সকল অপকর্মের সহযোগী, গনহত্যাকারী, তাদের দোসর গণশত্রুদের ছয়শতাধিক নেতা কিংবা দালালকে প্রচণ্ড জনরোষ এবং বিক্ষুব্ধ আক্রমণে নিশ্চিত মৃত্যু থেকে বাঁচাইছেন ক্যান্টনমেন্টে সাময়িক আশ্রয় দিয়ে এবং সেফ এক্সিট দিয়ে।
এনাফ ডান।
আত্মীয় হিসাবে যথেষ্ট দায় শোধ করসেন। জনগণ এখনো আপনাদের উপরই ভরসা করে। আর কিছু শোধ করতে চেষ্টা করে দেশটাকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিবেন না।
এখনো আপনার ওপর যদি প্রেশার থাকে তাহলে বলে দেবেন, ৫ ই অগাস্টের জনরোষ এতোটুকুও কমে নাই, আপনাদেরকে দেশের সাধারন মানুষ মেনে নেবেনা। আমজনতার রোষে ছাতু হয়ে যাবেন। নতুন নেতৃত্ব, নতুন সাইনবোর্ড, নতুন লীডারশিপ নিয়ে চেষ্টা করে লাভ নাই। এদেশের মানুষের কাছে শেখ পরিবার, আওয়ামী লীগ, নৌকা গণশত্রুর প্রতীক।
প্লিজ, মেক অ্যান ইনটেলিজেন্ট ডিসিশন জেনারেল ।
জনাব তারেক রহমান সাহেবের জন্য কিছু কথাঃ
জনাব তারেক রহমানকে অনুরোধ করবো, আপনার দলের সব পর্যায়ের নেতা কর্মীদেরকে আমজনতার পালস বুঝে ইন লাইন কথা বলতে বলুন। অথবা চুপ থাকতে বলুন। বেফাঁস কথা কিভাবে ধ্বংস করে সেটার বড় প্রমান বীর পলাতক শেখ হাসিনার 'তাহলে কি রাজাকারের বাচ্চারা চাকরি পাবে' মন্তব্য তাকে ধ্বংস করসে।
এই মূহুর্তে সেনাবাহিনীকে জড়িয়ে হাসনাত আবদুল্লাহর বক্তব্য টক অফ দা নেশন। হাসনাতের বিপক্ষে যদি কারো কিছু বলার থাকে, ইট ইজ নট দা রাইট টাইম। হাসনাত আবদুল্লাহর বক্তব্য আমজনতা গ্রহণ করেছে।
জাতীয় নাগরিক পার্টি (জানাপা) পিনাকীর নেতৃত্বে সরাসরি সেনাবাহিনীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে- যা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে হুমকি হয়ে দাঁড়িয়েছে। জাতির আশা আকাঙ্ক্ষা বিএনপি। জাতীয় নিরাপত্তা বিষয়ে বিএনপি রাজনীতির পরিষ্কার অবস্থান নেয়া অত্যন্ত জরুরী।
অন্যায় ভাবে আমি আওয়ামী নির্যাতনের শিকার....
আমি চাইবো, আওয়ামী লীগ শুধু নিষিদ্ধই নয়, চিরতরে নির্মূলের ব্যপারে বিন্দুমাত্র ছাড় দেওয়া চলবেনা। এব্যাপারে কোনো রাজনীতি নাই।
সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০২৫ বিকাল ৫:৫৩