১.
ইদানিং মনে হয় অলস হয়ে গেছি, কিংবা বেখেয়ালি। আবার এও হতে পারে আলসেমীর জন্য অনেক কিছুই ইচ্ছা করে খেয়াল করি না। হয়তো খেয়াল করলেই কিছু একটা করতে হবে এই ভয়েই এড়িয়ে যাওয়া! গেল রাতে ব্লগ খুলে দেখলাম ব্লগে ৪ বছর পূর্তি হয়েছে। ৪ বছর ১ সপ্তাহ হয়ে গেছে। অথচ তেমন করে খেয়ালই করা হলো না। তিন বছর পূর্তির সময় তৃতীয় দিনের মাথায় একটি পোস্ট দিয়েছিলাম। এবার সংখ্যাতত্ত্ব ঠিক রাখার জন্য চার বছর চতুর্থ দিনে একটি পোস্ট দিতে পারতাম। কিন্তু মনে থাকলে তো!
২.
একটা সময় ছিল যা মন চাইতো ব্লগে লিখে বসতাম। এখন কেন জানি পোস্ট দেওয়ার আগে অনেক ভাবি। লেখা ঠিক হলো কিনা! ব্লগাররা কিভাবে যে নিবে, কতোসব চিন্তা যে মাথায় আসে। হয়তো ব্লগ খুলে বেশিরভাগ অপরিচিত ব্লগার দেখেই এতোসব দ্বিধাদ্বন্ধ জাগে মনে। এই ব্লগে কতো জেনারেশন যে পরিবর্তন হতে দেখলাম। 'রাজা আসে রাজা যায়' এর মতো করে কতো ব্লগার আসলো আর গেলো! পুরানো ব্লগারদের অনেকেই এখন নেই। অনেকবার পরিবর্তন হতে দেখেছি। কিন্তু এবারের পরিবর্তনটা কেমন জানি অন্যরকম মনে হচ্ছে। পুরানো ব্লগারদের সাথে মাঝেমধ্যে যোগাযোগ হতো। সেই যোগাযোগ এখন ব্লগের বাইরেও কমে গেছে। তারপরেও যখন মধ্যরাতে বাসায় ফিরে আর্ন্তজালিক জানালা খুলে বসি, ব্লগে স্বল্প সময়ের জন্য লগ ইন করি তখন মনে পড়ে যায় অনেকের কথা, রাতের পর রাত ব্লগে পড়ে থাকার কথা। আহা! যাদের সাথে এতো এতো সময় কাটিয়ে দিতাম তারা কে জানি কোথায় আছে, কিভাবে আছে। হঠাৎ করেই যেন অতীত হয়ে যাওয়ার মতো সবকিছু।
৩.
চার বছর কিভাবে করে যে সময় কাটিয়ে দিলাম। নিজে খুব ভালো লেখতে পেরেছি এমনটা বলবো না, তবে আমি উপলব্ধি করি অনেক ভালো কিছু লেখা আমি এই ব্লগ থেকে পড়েছি। অনেক ভালো কিছু মানুষের সাথে পরিচয় হয়েছে এই ব্লগ থেকে।
৪.
একটা বিষয়ে অনার্স করতেও চার বছরের মতো সময় লাগে। তাহলে কি আমাকে গ্র্যাজুয়েশনের একটা সার্টিফিকেট দেওয়া উচিত না? হা হা হা। ব্যাচেলর্স অব সায়েন্স ইন ব্লগ (বিএসসি, ব্লগ)। হা হা হা।
সহ ব্লগারদের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা ।