অবশেষে অপরবাস্তব-৪ আলোর মুখ দেখলো। আজ বসন্ত বরনের দিনটিতে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে অপরবাস্তব-৪ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান হলো। সন্ধ্যা ৬ টার আগে থেকেই ব্লগারদের জমায়েত বাড়তে থাকে। বইমেলার লিটল ম্যাগ চত্ত্বরে ছোটখাটো ব্লগার সমাবেশ হয়ে যায়। গ্রুপ হয়ে ব্লগারদের আড্ডা চলতে থাকে। অপেক্ষা ছিল মোড়ক উন্মোচনকারীর পদার্পনের। রাজধানী তীব্র ট্রাফিক জ্যামের সাথে পাল্লা দিয়ে মেলায় পৌছাতে কিছুটা দেরি হলো অনেকেরই।
বাংলা একাডেমির নজরুল মঞ্চে অপরবাস্তবের প্রকাশনা উৎসাব মানে মোড়ক উন্মোচন অনুষ্ঠান হলো। মোড়ক উন্মোচন অনুষ্ঠানকে ঘিরে ব্লগারদের সরব উপস্থিতি ছিল লক্ষ্য করার মতো। এবারের অপরবাস্তব উৎসর্গ করা হয়েছে প্রয়াত সহব্লগার মাহবুব মাতিনকে। মোড়ক উন্মোচন করেন তাঁরই স্ত্রী শায়লা শবনাম।
মোড়ক উন্মোচন পর্বে বক্তব্য রাখেন মেজবাহ য়াযাদ, কৌশিক আহমেদ, আহমাদ মোস্তফা কামাল, জানা, আইরিন সুলতানা, অন্যমনস্ক শরৎ ও মনজুরুল হক। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন মাহবুব লীলেন।
অপরবাস্তব-৪ পাওয়া যাচ্ছে বইমেলার ২৪১ নাম্বার স্টল সংহতি'তে । মুল্য - ১০০ টাকা। এবারের অপরবাস্তবে ৪ টি প্রবন্ধ, ১ টি মুক্তিযুদ্ধ বিষয়ক লেখা, ১ টি স্মরণ বিষয়ক, ২ টি স্মৃতিকথা, ১ টি রম্য, ১৭ টি গল্প, ১৮ টি কবিতা স্থান পেয়েছে।
বইমেলায় আজ যেসব ব্লগারের সাথে দেখা হয়েছে :
আহমাদ মোস্তফা কামাল, অন্যমনস্ক শরৎ, কৌশিক, মনজুরুল হক, তীরন্দাজ, শুভ, শুভ ভাইয়ের স্ত্রী (নাম মনে নাই), আরিল, জানা (সঙ্গে কিন্নরীও ছিল), নষ্ট মাথার দুষ্টু বালিকা, তনুজা, আইরিন সুলতানা, মেহরাব শাহরিয়ার, ফারহান দাউদ, সীমান্ত আহমেদ, শয়তান, অদ্রোহ, অপরিচিত আবির, বোহেমিয়ান কথকতা, ইউনুস খান, বদরুল খান, রাসেল (.......), অমি রহমান পিয়াল, আরিফ জেবতিক, মাহবুব লীলেন, কালপুরুষ, সামী মিয়াদাদ, প্রত্যুৎপন্নমতিত্ব, মেজবাহ য়াযাদ, রাহা, বাকি বিল্লাহ, লাল দরজা, হাসান মাহবুব, বৃত্তবন্দী, মেঘ বলছে যাবো যাবো, মুক্ত বয়ান, শেখ জলিল, হিমালয়, শফিউল আলম ইমন, জায়েদুল আলম, রোহান, অরণ্য আনাম, মাহমুদুল হাসান রুবেল, সাদিক মোহাম্মদ আলম, মাশা, নজরুল ইসলাম, আরিফুর হোসেন তুহিন, মনির হোসেন সহ আরো অনেক।
(নাম মনে হলেই যোগ করে দিবো।)
আমার কাছে কোন ছবি নেই। ছবি তুলছে শরৎ ভাই। শরৎ ভাই হয়তো ছবি পোস্ট দিবেন।
আজকের অনুষ্ঠানে কেবলই কারো কারো অনুপস্থিতির কথা মনে হয়েছে। অনেক সহব্লগারই এখন নেই। হয়তো এটাই স্বাভাবিক, সময় বয়ে চলার সাথে সাথে পরিস্থিতিও অনেক পাল্টে যায়। তাদের কথা আজকে বেশি মনে পড়েছে।
সকলের জন্য শুভকামনা।
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০১০ ভোর ৫:৫৪