আর্টসেল ফ্যানদের জন্য সুখবর! আর্টসেলের সবগুলো গানের(রিলিজড এবং নন-রিলিজড) লিরিক এই ব্লগে ক্রমান্বয়ে প্রকাশিত হবে।
১ম পর্বে মিক্সড অ্যালবামের ৮টি গানের লিরিক দেয়া হল।
১) অদেখা স্বর্গ (২০০১)
অ্যালবামঃ ছাড়পত্র,
লেখকঃ তরিকুল ইসলাম রূপক
এই ঘরে ফেরা, নিজেকে ফিরে দেখা আয়নাতে, কার মায়ায়?
আঁধারে আলোছায়া আমাকে সাথে চলে তোমাকে নিয়ে একা..
অজানা যে আকাশে ওড়ে অদেখা কোনো স্বর্গ আমার,
না পাওয়া তবুও পথ দেখায়, আশাতে হতাশা ভোলায়।
যতবার জন্মেছি তোমারই আশাতে,
ততবারই আমার এ ফিরে চলা।
দূর থেকে দেখা আমার ভালবাসা..
আমার ঘৃণা তোমাকে পোড়াবে না, দেখাবে স্বপ্ন;
আমার দুঃখ তোমারই আকাশে মেঘ হয়ে কাঁদবে না।
আমার ফেলে আসা দুঃস্বপ্নের রাত, যত কষ্টের স্মৃতি
তোমার জন্য বাঁচতে শেখাবে, মৃত্যু হয়ে ছোঁবে না।
কত মিথ্যে অভিনয়ে গড়া এ জীবন অচেনা ছোঁয়ায়..
[এই গানটি আর্টসেলের ১ম প্রকাশিত গান। বর্তমান বাংলা মেটাল উদ্দীপনার সুচনা এখান থেকেই।]
---------------------------------------------------------
২) দুঃখ বিলাস(২০০২)
অ্যালবামঃ অনুশীলন,
লেখকঃ জর্জ লিংকন ডি কস্টা
তোমরা কেউ কি দিতে পারো প্রেমিকার ভালবাসা?
দেবে কি কেউ জীবনে উষ্ণতার সত্য আশা?
ভালবাসার আগে নিজেকে নিও বাজিয়ে,
আমার মনের মত নিও সাজিয়ে..
আমি বড় অসহায় অন্যপথে,
একটি নাটকই দেখি মহাকালের মঞ্চে।
ও আমায় ভালবাসেনি,
অসীম এ ভালবাসা ও বোঝেনি..
ও আমায় ভালবাসেনি,
অতল এ ভালবাসা তলিয়ে দেখেনি..
তোমরা কেউ কি করবে আমার জন্য অপেক্ষা?
ভালবাসবে শুধুই আমায়, করবে প্রতিজ্ঞা?
এত ভিড়েও আজও আমি একা, মনে শুধুই যে শুন্যতা..
আঁধারে যত ছড়াই আলো, সবই আঁধারে মিলায়।
ও যে কোথায় হারালো, ব্যাথা কাকে যে শুধাই?
[কথিত আছে যে আর্টসেলের ভোকাল ও গিটারিস্ট লিংকন তাঁর স্কুলজীবনে গানটি লিখেছিলেন তৎকালীন ব্যর্থ প্রেমের স্মৃতির উদ্দেশ্যে]
---------------------------------------------------------
৩) অপ্সরী (২০০২)
অ্যালবামঃ অনুশীলন
লেখকঃ তরিকুল ইসলাম রূপক
আমি কার ভুলে ছিলাম ভুলে, এক রক্তমাংসের অপ্সরী;
খুঁজে ফিরি অপুর্ণতায় পুর্ণতা, জীবনের সাথে লুকোচুরি।
মনে পড়ে তুমি ছিলে পাশে, এখনও যেভাবে আছো জড়িয়ে;
তবুও নীরবে তোমায় স্মৃতিচারণ সমস্ত অস্তিত্ব জুড়ে..
তুমি এলে উৎসবে সাজবে নতুন আকাশ,
বাতাসে ভাসবে অজানা অবাক উল্লাস।
তোমার ভেতর জন্ম নেব আমি
মুছে ফেলে দু'জনার আলাদা নিঃশ্বাস।
তুমি আমার জন্য এনেছিলে স্বর্গ, শোনাতে নতুন কোন মুর্ছনা
তুমি অবাক নিঃশ্বাসে গিয়েছিলে বলে পৃথিবীর ওপারে আরেক পৃথিবী।
আমার নিঃশ্বাসে ছিল মিথ্যে আগুন,
চেতনায় কত মিথ্যে অসীমতা।
অতৃপ্তি নিয়ে সাজাতে সুখের জীবন,
জন্মান্তরের ভুলে ছিল স্বাধীনতা।
[কথিত আছে যে গানটির লেখক তাঁর প্রয়াত বান্ধবীকে উদ্দেশ্য করে গানটি লিখেছিলেন]
-----------------------------------------------
৪) অস্তিত্বের দিকে পদধ্বনির সম্মোহন (২০০৩)
অ্যালবামঃ আগন্তুক
লেখকঃ রুম্মান আহমেদ
ক্ষত-বিক্ষত পৃথিবীটা বধির অস্ত্রের উচ্চারনে মুখরিত নির্জীব;
পড়ে থাকো তুমি দেয়ালের পদতলে..
যদি তুমি আপোষ কর,
পিছু হটা পদধ্বনি ক্রমাগত সরে আসে
নিঃসঙ্গ সম্ভাবনার দিকে।
দ্রুতগতির নিঃসঙ্গ ট্রেন..
ক্ষত-বিক্ষত পৃথিবীটা স্বপ্নহীন সম্মোহনে বিষণ্ণ নীল;
পড়ে থাকো তুমি সময়ের পদতলে..
যদি তুমি আপোষ কর,
সময়ের ক্লান্ত শরীর ক্রমাগত সরে আসে
নিঃসঙ্গ সম্ভাবনার দিকে।
দ্রুতগতির নিঃসঙ্গ ট্রেন..
তোমার অস্তিত্বের জিজ্ঞাসা নিয়ে ছোটে আগামীর শূন্যতায়,
যদি তুমি উঠে আসো শৃঙ্খলিত মিছিল ভেঙ্গে।
এখানে শুধু বাকরুদ্ধ দেয়াল,
দেয়ালে তোমার আমার করুণ ক্রীতদাস ছায়া, ছায়ার শরীর।
অশরীর তুমি পরাজিত জীবনের অচেনা নায়ক, উঠে এসো আজ;
তোমার রুদ্ধদ্বার অন্ধকার হতে অস্তিত্বের মৃত প্রাণ
আবার উচ্চারিত হোক সময়ের বধির দেয়ালে।
[এটি কিন্তু আর্টসেলের সর্বপ্রথম তৈরি করা গান]
----------------------------------------------------------
৫) চিলে কোঠার সেপাই (২০০৩)
অ্যালবামঃ আগন্তুক- ২
লেখকঃ রুম্মান আহমেদ
যা দেখ যা দেখনা, ভাঙ্গে যত অনুভূতি চেনা অচেনা;
তোমার অনাগত সম্ভাবনায় জমে ঘুণপোকার আর্তনাদ।
তোমার নীল আকাশ শূন্য চোখে চেয়ে থাকে অন্ধকার দেয়ালে,
তোমার আলো জন্ম দেয় মিথ্যে ছায়াকে সম্মোহিত সময়ে।
তোমার জানালায় নীল আকাশ..
আঁধারে নয়, আলোতে ভয়, দৃশ্যগুলো শব্দময়;
শূন্যতার ভিড়ে হারিয়েছে স্তব্ধ সময়।
স্বপ্নময় ঘুমে নয়, শব্দগুলো দৃশ্যময়;
শূন্যতায় নির্বাসিত রয় স্তব্ধ সময়।
ছায়াদের বাঁধা চোখে চোখে ফেরে সময়ের নির্বাসিত নীল আকাশ,
অন্ধকার ভেঙে গড়ে আজ শব্দ করে এই ইতিহাস।
তোমার মৃত শব্দের দৃশ্য আজও ওড়ে,
বাতাসে বিগত সময় শব্দ করে।
ভুলের চেনা শরীর চেনেনি তোমাকে,
এখানে কে দাঁড়ায় ছায়ার মিছিলে?
একই শরীর, একই সময়..
কেন তবুও এই পথের শেষে জড় অনুভূতি?
কেন মেঘে ঢাকা পড়ে ছেঁড়া আকাশ?
[বহুল জনপ্রিয় এই গানটি শোনার সময় অনেকেই জানিনা কথাগুলোর মর্মার্থ। গানটি মাদকাসক্ত তরুন সমাজের উদ্দেশ্যে রচিত।]
--------------------------------------------------
৬) স্বপ্নের কোরাস (২০০৩)
অ্যালবামঃ প্রজন্ম
লেখকঃ রুম্মান আহমেদ
তোমার চেতনায় আজ সাগরের পদধ্বনি,
অতীত ঘুরে এসে বিচূর্ণ আজ তোমার নীল আকাশ।
তোমার ভাবনার চেনা অচেনা পথে কাঁটাতার ব্যারিকেড;
সামরিক পদাঘাতে ধর্ষিত আজ তোমার বিবেক।
স্বপ্ন দেখ অন্ধ চোখে..
তোমার গানের মৃত শরীর
পড়ে থাকে গভীরতায় মুখ থুবড়ে স্বপ্নের মৌনতায়;
সামরিক বেয়নেটে বিকলাঙ্গ আজ তোমার বিবেক।
চিৎকার কর নিরুচ্চারে..
তোমার আকাশে তবুও অনেক গাঙচিল
যাদের বুকে বৃষ্টি;
তোমার চেতনায় সামরিক পদধ্বনি।
বিবেকের দরজায় কড়া নাড়ে কারা?
[গানটি তৎকালীন আফগানিস্তানে মার্কিন আগ্রাসনের পরিপ্রেক্ষিতে রচিত]
--------------------------------------------
৭) ছেঁড়া আকাশ (২০০৪)
অ্যালবামঃ লোকায়ত
লেখকঃ রুম্মান আহমেদ
ছায়ার বর্ণমালা আলোর কাছাকাছি আসে,
আলোর রুদ্ধ আকাশ আঁকে মৃত্যু শূন্যতায়।
একা একা তবুও দূরের দূরত্ব ভেঙে
সকল স্মৃতির ছেঁড়া মেঘ ভাসে।
ছায়ায় আঁকা স্মৃতির ঘরে, ভয়ের মতন অন্ধকারে
আলোয় আঁকা রুদ্ধ আকাশ মৃত্যু এঁকে রাখে।
তবুও ঘড়ির বদ্ধ সময় শরৎ খোঁজে নীল আকাশে,
স্মৃতির পায়ে শেকল বেঁধে সময় দাঁড়ায় শরীর ঘেঁষে।
সরব শব্দ সুরে অরব শূন্যতা ভাঙে;
মানুষ মৃত ত্রিমাত্রিক বোধে ছায়ার সারথি গড়ে।
সবুজ পৃথিবীর হাজার শহর শেষে
একা মানব মুখোশ বেঁচে থাকে।
ছায়ায় আঁকা স্মৃতির ঘরে, ভয়ের মতন অন্ধকারে
আলোয় আঁকা রুদ্ধ আকাশ মৃত্যু এঁকে রাখে।
নিমর ভাবনার পাথর ঘরে যুদ্ধ আসে, যুদ্ধ আসে;
মানুষ মুখোশ অগোচরে আলো দিয়ে ছায়া আঁকে।
ছায়ার বর্নমালা ছায়ার কোরাসে,
যুদ্ধ আসে, যুদ্ধ আসে।
কাঁটাতারে ছেঁড়া আকাশ বিঁধে আছে;
স্বপ্নজুড়ে কে মৃত্যু এঁকে রাখে?
-----------------------------------------
৮) বাংলাদেশ..স্মৃতি ও আমরা (২০০৫)
অ্যালবামঃ আগন্তুক- ৩
লেখকঃ রুম্মান আহমেদ
এখানে নত সময়ে বোবা শহর ফেটে পড়ে
বাকরূদ্ধ মানুষের রূদ্ধ ক্রোধে,
গ্রেনেডের নীরবতা থেমে আছে;
কবে আবার মিছিল হবে?
স্বপ্নের অনাগত অদেখা জুড়ে সময়ের বিপন্ন অস্থিরতা,
অন্ধ মানুষ পায়ে হেঁটে শহীদ স্মৃতির হিম মিনারে
তবুও আসে ভালবেসে।
এখানে বেঁড়ে ওঠে শহীদ মিনার,
পুস্প, স্বদেশ, স্বপ্নহীন একা আঁধার।
মৃত মানুষ অচেনা ভয়ে মাতৃভূমির ছায়াগারে,
বেঁচে থাকে গ্রেনেডের গ্রথিত গর্জনে।
তোমাদের ভুল শব্দে লেখা স্বপ্নগুলো জানালা বদ্ধ ঘরে,
বাতাসের অনাহারে বেঁচে আছে আহত বাংলাদেশ।
স্বাধীনতা লেগে আছে তবুও বিকেলের বৃদ্ধ রোদে,
মানুষের মিছিলে আজও জেগে আছে মাথা তুলে শহীদ একুশে।
এখানে নত সময়ে বোবা মানব অন্ধ চোখে
শহীদ স্মরণ করে হেঁটে হেঁটে
নিজের স্মৃতির অন্ধকারে ফিরে আসে,
ফিরে আসে..
----------------------------------------------
২য় পর্বের জন্য ক্লিক করুন ।
[কেউ কোন তথ্য দিয়ে সহায়তা করলে কৃতজ্ঞ থাকব।]
সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০১১ ভোর ৬:১৭