আজ একটি নতুন কবিতা লেখার কথা ছিল
নতুন স্বপ্নের সিড়িতে আবাহন করার উচ্ছাসে খাতা কলম ছাড়াই
মহাকাব্যের ভুমিকা লিখতে কবি উদগ্রীব ছিল আজ
উত্তর-মেরু দক্ষিণ মেরু একাকার হয়ে যাবার কথা ছিল আজ
অরুণ্যে একটি গোলাপের বাগান অপেক্ষা করার কথা ছিল
সবগুলো সতেজ ফুল নিয়ে............
মাটির পৃথিবীতে তোমার অভিষেকের দিনে
এমন অনেক অনেক স্বপ্নের ঝলকানি ছিল আজ
নিরন্তর ভালবাসা, শুভ হোক তোমার পৃথিবীতে পদার্পনের দিনটি
নতুন স্বপ্নের চাষ হোক
নতুন গল্পের সূচনা হোক
অনেক অনেক ভাল থাক
তবু শুভেচ্চা তোমাকে
১. ২৩ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:১১ ০
নতুন গল্পের সূচনা হোক
অনেক অনেক ভাল থাক
তবু শুভেচ্চা তোমাকে