গোল্ডেন কর্ডস, বই মেলায় বব ডিলান
অমর একুশে গ্রন্থমেলা-২০১৮ এ তিউড়ি প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে বব ডিলানের কবিতা, নোবেল ভাষণ ও সাক্ষাৎকার সম্বলিত অনুবাদ গ্রন্থ গোল্ডেন কর্ডস। বইটির প্রচ্ছদ করেছেন কাব্য করিম। মূল্য- ২২৫ টাকা। মেলার ৬২০ নং তিউড়ি প্রকাশনীর স্টল থেকে ২৫% ছাড়ে বইটি পাওয়া যাচ্ছে।
মেলায় মাহমুদ মিটুলের অনুবাদে বব ডিলান
বব ডিলান বইমেলায়
