Les Misérables মুভিটি ফ্রেঞ্চ ভিক্টর হুগোর নভেল Les Misérables থেকে তৈরি করা । মুভিটির পটভূমি উনবিংশ শতাব্দীর শুরুতে । Les Misérables এর ইংলিশ অর্থ The Miserables/ The Poor Ones/ The victims.
মূল বইটি মূলত ৫টি ভলিউমে বিভক্ত ।
volume 1 - Fantine
এই চরিত্রে মুভিতে অভিনয় করছেন ডার্ক নাইট রাইজেস এর ক্যাট ওমেন " Anne Hathaway".

volume 2 - Cosette
মূল কাহিনি যাকে নিয়ে কেন্দ্র করে গড়ে উঠেসে । পরিনত বয়সে এই চরিত্রে অভিনয় করেছেন Amanda Seyfried
volume 3 - Marius
cosette এর হিরো।

Volume 4 – The Idyll in the Rue Plumet and the Epic in the Rue St. Denis
এই পার্টে ফরাসি বিপ্লবের ঘটনা দেখানো হয়েছে।
Volume 5 – Jean Valjean
মুভির কেন্দ্রীয় চরিত্র । মুভিতে এই চরিত্রে অভিনয় করেছেন উল্ভারিন খ্যাত "Hugh Jackman"
মুভিতে আরও দুইটা চরিত্রের কথা না বললেই নয়।
পুলিশ অফিসার Javert চরিত্রে Russell Crowe
এবং পিচ্চি Gavroche চরিত্রটি ।
কাহিনিঃ
মুভিটি মূলত একটি Musical Drama. পুরো মুভিই মিউজিকে ভরা আর কথা সব গানের সুরে সুরে । প্রথমে ভেবেসিলাম দেখে তেমন মজা পাব না। কিন্তু মুভির শুরু দৃশ্য, গান আর মিউজিকই মাথা নষ্ট করে দিল !! দাসদের জীবন যাত্রা মুভির শুরুতেই দারুন ভাবে ফুটে উঠে । মুভি দেখার আগে গান শুনে নিজেকে রেডি রাখতে পারেন। :p Click This Link
মুভির শুরুতে দেখা যায় Jean Valjean(জ্যাকম্যান) বোনের সন্তানের জন্য রুটি চুরির অপরাধে ১৯ বছর ধরে জেল খাটসে । পুলিশ অফিসার Javert তাকে প্যারল এর আদেশ দিলে সে সেখান থেকে পালিয়ে যায় । উপস্থিত হয় এক গির্জা তে । সেখানে পাদ্রির আচরনে তার আমুল পরিবর্তন ঘটে । পরের ৯ বছর পরের কাহিনিতে তাকে দেখা যায় শহরের মেয়র হিসেবে যেখানে তিনি অনেক দরিদ্র মহিলাদের চাকরি দিয়েছেন । তাদের মধ্যে এক কর্মী
Fantine যার ছোট মেয়ে দূরে অন্য জায়গা থাকে এবং তাকে ১০ ফ্রাঞ্চ পাঠাতে হবে । অন্য কর্মীরা এখবর জেনে গেলে তাকে ছাটাই করা হয় । ঘটনা ক্রমে সে প্রস্টিটিউট হয়ে যায় এবং তাকে এক পর্যায়ে মুমূর্ষু অবস্থায় Valjean উদ্ধার করে । ইতোমধ্যে Javert Valjean এর কাছে খবর নিয়ে আসে যে অনেক বছর আগে পালিয়ে যাওয়া Valjean কে আটক করা হয়েছে। ( অবশ্যই Valjean কে এত বছর পর দেখে Javert চিনতে পারেনা) । Valjean তখন আত্মদন্দে পরে যায় যে নিজে ধরা দিবে নাকি নিরপরাধ লোককে সাজা পেতে দেখবে !! অবশেষে সে নিজেকে ধরা দেয় । পুলিশ আসার আগেই সে হাস্পাতালে মুমূর্ষু Fantine কে দেখতে যায় । সেখানে Fantine তাকে ওয়াদা করায় Valjean তার মেয়ে cosette কে দেখে রাখবে । Valjean অতঃপর Javert এর কাছে থেকে পালিয়ে cosette কে উদ্ধার করে পলিয়ে জীবন শুরু করে । ৮ বছর পর গরিবদের নিয়ে ফরাসি বিপ্লব শুরু হয় । বিপ্লবের এক নেতা Marius এবং cosette দুইজন ই দুইজনের প্রথম দেখা তেই প্রেমে পরে !! বিপ্লবের এক মাত্র পরিনতি মৃত্যু !! Marius এবং cosette কি সবকিছু পিছনে ফেলে নতুন জীবন শুরু করতে পারবে? এই দিকে javert ও valjean কে সেই থেকেই খুজে যাচ্ছে । বাপের আসল পরিচয় ও casette কিছু জানে না । valjean আর javert এর ই বা কি পরিনতি হল?
এইসব আর বলে দিলাম না। তাহলে সব মজাই নষ্ট হয়ে যাবে দেখার !!

মুভির খুবই অল্প সময়ের একটি চরিত্র Gavroche । কিন্তু এই চরিত্র ই আপনার চোখে জল আনতে বাধ্য !!
সাফল্য ঃ
মুভিটি ৩টি গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড জিতেসে । Best Musical Drama হিসেবে ছাড়াও নিজ নিজ বিভাগে জিতেসেন Hugh Jackman এবং Anne Hathaway

Imdb Rating- 8.1
বিঃদ্রঃ মুভিটি বের হয়েছে ২৫ ডিসেম্বর । এখনো ব্লুরে আসার কোন সম্ভবনাই নেই । অ্যাওয়ার্ড এর জন্য একটা কপি পাওয়া যাচ্ছে । আপনারা নেট এ খুজলে পাবেন আশাকরি । আমি অন্য একজন বন্ধুর কাছে থেকে এনেছি বলে সঠিক লিঙ্কটি দিতে পারলাম না বলে দুঃখিত।


সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:০৬