আমার সাথে সিনেমার পরিচয় ভিসিআরের পরিচয় ১৯৮৪ সালে। এরপর ১৯৮৬ সাল থেকে পুরোদমে হিন্দি, ইংলিশ মুভি দেখা শুরু। আমার ভাগ্য খুব ভালো যে ওই সময়ে প্রচুর মুভি দেখার সুযোগ পাইসি। বাসা থেকে খুব একটা চাপ ছিলো না, কারণ, ছোট বেলা থেকেই মা বা বাবার সঙ্গে সিনেমা হলে যাওয়ার একট অভ্যাস ছিল। ৭০ এর শেষ ভাগ এবং ৮০ এর শুরুর দিকে ঢাকায় মোটমুটি ভাল ইংলিশ মুভি আসতো। বাবা আমারে নিয়া মুভি দেখতে যাইতেন। তাই ভিসিআর নিয়া তেমন কোনো সমস্যায় পরি নাই। যে সমস্যয় পরতাম তা হলো ভিডিও ক্যাসেট ভাড়া আনার অর্থ। তারপরও যে কেমনে কেমনে যোগাড় হইতো। তখন আমি বলতাম সিনেমা দেখার টাকা ভুতে যোগায়। সিনেমা দেখাটা যখন নেশায় পরিণত হইলো, কখনো বাইছা সিনেমা দেখি নাই। ফিল্ম ফেয়ারের মেম্বার কার্ড ছিল। গিয়া বলতাম তাক থেকে যা আছে ১০টা দিয়ে দেন। যেহেতু তখন মুভি আসতো কম, ভাল মুভিই আসতো। তাই খুব একা খারাপ কিছু দেখা হয় নাই। তবে ফালতু পরতো না তাও না। সেটা ১৫ মিনিট দেখার পরই বুঝতাম.. পোশাবে না।
মুভি দেখায় আমার সঙ্গী ছিল আমার ফুপাতো ভাই। আমরা ৪ মাসের ছোট বড়। এক বাড়িতে জন্ম, একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত বড় হইসি এক বাড়িতে। হয়তো সে কারণে আমাদের দুই ভাইয়ের চিন্তায়ও বেশ মিল ছিল। প্রতি সপ্তায় আমরা সিদ্ধান্ত নিতাম, কি ধরনের মুভি দেখবো সে সপ্তাহে। যেমন, আমাদের প্রথম সিদ্ধান্ত ছিল ওয়ার মুভি। এরপর ওয়েস্টার্ন, অ্যাকশন, কমেডি, থ্রিলার, অ্যাডভেঞঞ্চার, চিলড্রেন, কূং ফু, মাফিয়া.. এক একটা টাইপ.. আর আমাদের খাতাও বড় হয়। হ্যা, বলতে ভুলে গেসি, প্রতিটা মুভির যাবতীয় ইনফো, আমরা লিখে রাখতাম।
প্রচুর মুভি দেখতাম বলে, এলাকার তো বটেই আমপাশের ভিডিও লাইব্রেরির সঙ্গে দারুন পরিচয় হয়ে গেল। এখানে একট কথা বলে নেই, আমরা কখনোই টাকা দিয়ে মেম্বারশিপ কর নাই। আমাদের মুভি দেখা দেখে সবাই ফ্রি মেম্বারশিপ দিয়েছে। ফিল্ম ফেয়ারের মেম্বারশিপটাও ফাও পাওয়া। প্রচুর মুভি দেখার সুবাদে এলাকার ভিডিও দোকান, 'ভিনটেজ'-এ যাওয়া। এলাকারই বগ ভাইদের দেওয়া একটা ভিডিও লাইব্রেরি ওটা। সেখানে আমাদের মতো সিনেমা পাগল আরো কয়েকজনের সঙ্গে পরিচয়। তাদের "অনুপ্রেরণায়" মুভি দেখা আরো বেড়ে গেল। সেই সময়ে ফিল্ম ফেয়ার, রাইনাক (এটা ছিল ধাননমন্ডি বিডিআর গেটের পাশেই), লালবাগের সবচেয়ে বড় লাভা ভিডিও, মিরপুরের সবচেয়ে বড় (নামটা ভুলে গেসি), বনানির রোজ ভ্যালি, গুলশানে ভিডিও কানেকশন (অভিজাতদের লাইব্রেরি বলতো) সব যায়গা থেকেই ক্যাসেট এনে দেখেছি।
সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০১২ দুপুর ২:০৫