তোমাকে ঠিক সেভাবেই চাই,
যেভাবে মানুষ শবে কদরে খোদাকে চায়।
রাতের আধার যেভাবে ভোরের প্রতিক্ষায়
জ্বলন্ত সুর্য কে আহবান করে।
ঠিক তেমনি আকন্ঠ পিপাসায় তোমায় আহবনা করি।
আমি তোমাকে চাই হৃদয়ের গভীরে,
যেভাবে বৃষ্টির ফোঁটা চুম্বন করে তপ্ত মাটিকে,
যেভাবে সন্ধ্যা তারা জড়িয়ে ধরে রাতের আকাশ,
তেমনি তোমার অস্তিত্বে লীন হয়ে যেতে চাই।
আমি তোমাকে চাই নির্জন রাতের মাতাল হাওয়ায়,
যেভাবে ভোরের সূর্য ছুঁয়ে যায় ঘুমন্ত নদীকে,
যেভাবে সাগর বুকে চাঁদের আলো দোল খায় ,
তেমনি তোমার ভালবাসায় নিমগ্ন হতে চাই।
আমি তোমাকে চাই প্রতিটি নিঃশ্বাসে,
যেভাবে কবি খোঁজে শব্দের মাঝে আকুলতা,
যেমন করে বাঁশির সুর হারায় গোধূলির রাংগা আলোয়,
তেমনি তোমার স্পর্শে মিলিয়ে যেতে চাই তোমাতে।
আমি তোমাকে চাই, আজ, কাল, চিরকাল,
যেন আমাদের শেষ অধ্যায়ে শুধু আমাদের গল্প লেখা থাকে।
** শুরুর দুই লাইন ফেইসবুক থেকে নেয়া। লাইন দুটি দেখার পর বাকি লাইন গুলো আপনা আপনি চলে এলো তাই ওই দুই লাইনের দাবী আমি ছেড়ে দিলাম।
সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০২৫ সকাল ১১:৫১