আসিও তুমি
ডা.সুরাইয়া হেলেন
আবার আসিও তুমি একদিন
এই অমর একুশের বইমেলায়
ফাগুনের কোন এক দিন
যেদিন ধূলি ধূসরিত মেলা
তবুও যুগল প্রেমিক-প্রেমিকা
কোন এক ভ্যালেন্টাইন’স দিনে
করিছে বিচরণ বইমেলার প্রাঙ্গন
খোঁপায় হলুদ গাঁদার ফাগুন
শরীরে পলাশ কৃষ্ঞচূড়ার আগুন
আর গেরুয়া বসনের প্রেমিক বুঝি বা
উদভ্রান্ত এক যুবক, প্রথম প্রকাশিত
“ভালোবাসার একগুচ্ছ কবিতা”-র বই এর কবি,
লেখক কুঞ্জে দাঁড়ি গোঁফ পাঞ্জাবীতে
বিরহী লেখক কোন করিতেছেন
নতুন বইয়ের মোরক উন্মোচন ।
আসিও তুমি আমারে খুঁজিতে
এদেরই মাঝে, ইহাদের ভীড়ে.........
অথবা খুঁজিও আমায়, অনন্যা সৃজনী সূচীপত্রের স্টলে
নতুন পুরনো অনেক বইয়ের ভীড়ে
আমার নামটি হয়তো বা দেখিবে তুমি!
হয়তো কোন এক স্টলে
নামি দামি কোন এক প্রবীন কবি
দিতেছেন অটোগ্রাফ ভক্তদের বইয়ে
তুমিও বাড়িয়ে ধরো তোমার হাতখানি
এক পলক তাকিয়ে যদি দেখি
তোমার সেই চোখ খুঁজিছে আমারে
কাঁপা কাঁপা আমার স্বাক্ষর রাখি
আমিও বাড়িয়ে দেব প্রকট শিরা-উপশিরায়
অঙ্কিত মলিন হস্ত দু’খানি,
হয়তো উষ্ঞতা মরে গেছে
তবুও পাবে তুমি
আমার হৃদয়ের উষ্ঞতা খুঁজি
এই এতগুলি বছর পরে....
আসিও তুমি, আসিও তুমি
কোন একদিন অনেক বছর পরে
এই একুশের ফেব্রুয়ারীর বইমেলার
ধূলি ধূসরিত প্রাঙ্গনে....
আমারেই পাবে তুমি
এইখানে, ইহাদের ভীড়ে....!!