আজকে এক বয়স্ক ডাক্তারের সাথে বসে আছি। বিভিন্ন বিষয়ে কথা হচ্ছে। প্রবীন ডাক্তারের সাথে আলাপ করে নিজেকে কিছুটা ঝালিয়ে নিচ্ছি। এমন সময় তার কাছে একটা ফোন আসলো। তার কোন এক বন্ধু ফোন করেছে। সে জানালো তার বউ এর পাকস্থলীতে ক্যন্সার ধরা পরেছে কিন্তু একেবারে শেষ ধাপে ধরা পরেছে এখন আর কেও কিছু করতে পারছে না। সে কোন সাহায্য করতে পারবে কিনা???
স্যার বলল, সে ব্যাপারটা জানে। এখন এমন একটা ষ্টেজে এসে ক্যান্সার ধরা পড়েছে যে কারোরই আর কিছু করার নাই।
কিন্তু তার পরের কথাটা ছিল একটু অন্যরকম (১৮+)
আরে বেটা তুই কেমন স্বামী যে বউয়ের পেটে ক্যান্সার আর তুই স্বামী হয়ে এতো দিন তের পাস নাই। যৌবন কালে তো খুব পেট হাতাইয়া মজা নিছো কিন্তু এখন বউ বুড়া হইছে আর বউরে ছুইয়াও দেখো না। এমন বউ তোমার না হয় নাই বাচলো। অতে কার কি আসে যায়। এখন শেষ কয়েকটা দিন বউকে সময় দে আর আল্লাহ আল্লাহ কর।
কথাটা হয়তো শুনতে অশ্লীল লাগতেছে কিন্তু আমার কাছে অই মূহুর্তে কথাটা মোটেও অশ্লীল কিছু মনে হয় নি। ডাক্তারের মুখ থেকে আসলে মানুষের জীবনের সব চাইতে নিষ্ঠুর বাস্তব কথা বের হইছে। যেটা শুনে মজা না নিয়ে শুধু প্রতিটা মানুষের শিক্ষা নেয়া উচিত।