এতদিন বিভিন্ন ম্যাগাজিনের কাভার ফটোতে দেখেছেন যে চারিদিকে মোশন ব্লার আর মাঝখানের লেখাটা স্পষ্ট। খুব সহজেই আপনিও এটি করতে পারবেন।
আমরা যে ছবিটা পাবো, সেটা হবে এরকমঃ
তো চলুন দেখে নেই,কিভাবে করবেন এটা।
প্রথমে ফটোশপে আপনার ছবিটি ওপেন করুন। এখানে আমি আমার তোলা একটা ছবি ব্যবহার করেছি।
cntrl+j চাপুন। এতে নতুন একটা লেয়ার তৈরি হবে।
এবার উপরের প্যানেল থেকে layer > blur > radial blur এ ক্লিক করুন। নিচের ছবিতে দেখানো ডাটা বসান।
ওকে করুন। রেজাল্ট আসবে নিচের মত।
এবার নিচের ছবিতে দেখানো অংশে ক্লিক করে ইরেজার সিলেক্ট করুন। উপরের দিকে মার্ক করা জায়গাতে আপনার ইরেজারের সাইজ বসান, আর হার্ডনেস শুন্য করে দিন। একটা জিনিস এই ছবিতে পয়েন্ট করতে ভুলে গেছি। সেটা হল ফোরগ্রাউন্ড কালার। ইরেজার যেখানে আছে, তার একটু নিচে দেখুন ব্লাক কালারের বক্স আছে। ব্লাক কালার টা অবশ্যই সামনে রাখতে হবে।
এবার আপনি যে লেখাটুকু স্পষ্ট করতে চান সেখানে ইরেজার রেখে ক্লিক করুন। যা পাবেন টা নিচের ছবির মত।
কাজ শেষ। এইবার সেভ করে ফেলুন।
উপস!!! আরেকটা কাজ বাকি আছে, নিচের ছবিতে মার্ক করা অংশে আপনার মূল্যবান মন্তব্য প্রদান করুন।
ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন।
ফটোশপ নিয়ে আমার আরও কিছু সহজ টিউটোরিয়ালের লিঙ্কু নিচে দিলাম। সময় এবং সুযোগ পেলে দেখবেন।
ফটোশপ টিউটোরিয়ালপ্রিয় ছবিতে খুব সুন্দর একটা ইফেক্ট দিয়ে নজর কাড়ুন সবার (অবশ্য পাঠ্য পোস্ট)
ফটোশপে ছবির নির্দিষ্ট কিছু অংশ ঝাপসা ( ব্লার) করা '''টিউটোরিয়াল পুষ্ট(ছবি সহ)'''
ফটোশপে ছবির কিছু অংশ সাদাকালো আর কিছু অংশ কালার করা (টিউটোরিয়াল পুষ্ট) সচিত্র বর্ণনা সহ
ফটোশপে রঙের খেলা ( ছবিসহ টিউটোরিয়াল)