
আকশের ভাজে ভাজে উড়ে চলা মেঘের মত শুভ্র হতে ইচ্ছে করে
পাহাড়ের কোল থেকে বেয়ে নামা ঝরনার সুর হতে ইচ্ছে করে
খুব খুব খুব নীল কোন ছবি দেখে নীলচে হতে ইচ্ছে করে
পাতা ঝরা অবুঝ ডালে সদ্য বেরোনো কুঁড়ি হতে ইচ্ছে করে
থমকে থাকা গুমোট বাতাসে ঝড় হতে বড় ইচ্ছে করে
ফুঁসে ওঠা ঐ সাগর মাঝে নাও ভাসাতে ইচ্ছে করে
শান্ত কোন বিকেল বেলায় কাব্য লিখতে ইচ্ছে করে
খোলা হাওয়ায় খালি পায়ে ছুট লাগাতে ইচ্ছে করে
ফুলের মত চুপটি করে তোমার হতে ইচ্ছে করে
স্বপ্ন হয়ে তোমার চোখে নামতে বড় ইচ্ছে করে
তোমার ঠোঁটের রক্ত পদ্মে রঙ ছড়াতে ইচ্ছে করে
তোমার চোখের কাজল দেখে কাল হতেও ইচ্ছে করে
তোমার চুলের বুনো সুবাসে কাছে পেতে ইচ্ছে করে
তোমার মুখের হাসিটাকে ফ্রেমে বাঁধতে ইচ্ছে করে
তোমার হাতের কোমল ছোঁয়ায় সজিব হতে ইচ্ছে করে
তোমার পায়ের আলতা দেখে উদ্দাম হতে ইচ্ছে করে
তোমার ঐ তপ্ত শ্বাসে আদিম হতে ইচ্ছে করে
স্বপ্ন গুলো তোমার কাছে জমা রাখতে ইচ্ছে করে
দুহাতে তোমার হাতটি রেখে বলতে বড় ইচ্ছে করে
ভালবাসি খুউউউউব ভালবাসি, ভালবাসতে ইচ্ছে করে।
