বিশ্বসেরা কিছু সুন্দরীকে দেখতে চান ???? হার্ট এটাকের জন্য আমি দায়ী নই। ১৮ বছরের নিচে কাউকে ঢুকতে তীব্রভাবে মানা করা হচ্ছে।
সাপ কে আমরা ভয়ঙ্কর হিসেবেই জানি। সাপের কথা মনে হলেই কল্পনার চোখে দেখতে পাই ফনা তোলা, লকলকে জিহ্বা বের করা, কুটিল দৃষ্টিতে তাকানো কোনও সাপের ছবি।
কিন্তু সাপ কিন্তু সুন্দরও হতে পারে। সুন্দর অনেক সাপ আছে এই পৃথিবীতে। তারই কিছু দিলাম আজ। এরাই আমার সেরা সুন্দরী
The Emerald Tree Boa
ভয়ের কিছু নাই। সাপ টা বিষধর নয়। পাওয়া যায় দক্ষিন আমেরিকার রেইন ফরেস্ট এলাকায়। পরিণত সাপ ৬ ফুট পর্যন্ত লম্বা হয়। বোয়া কিন্তু পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সাপ ( সবচেয়ে বড় সাপ হল অ্যানাকোন্ডা)। আর বোয়া খুব ভালো গাছ বাইতে পারে। তাই এদেরকে বোয়া কন্সট্রিকটর বলা হয়। কাচা সবুজের উপর হাল্কা সাদা ডট যুক্ত সাপটি দেখতে বেশ সুন্দরী। কি বলেন ????
Amelanistic Burmese Python
অসম্ভব রকম সুন্দর এই সাপ টি পাওয়া যায় বার্মার গহীন অরন্যে। এর গায়ের হলুদ রঙ তৈরি হয়েছে এর কেরাটিনয়েডস এর জন্য। সাপের যেকোনো প্রদর্শনীতে এই সাপ টি থাকেই। বিষধর নয়, তাই পোষা সাপ হিসেবেও অনেক বাড়িতে দেখা যায়।
Eastern Coral Snake
লাল, কালো, সাদা, অথবা লাল, কালো, হলুদ ডোরা কাটা সাপ টার সৌন্দর্যে মুগ্ধ হবার কিছু নেই। পুরাই আধুনিক মেয়েদের প্রতিচ্ছবি এই সাপ। দেখতে সুন্দর কিন্তু চরম বিষধর।
বছরে এই সাপের কামড়ে মৃত্যুর হার ১৫-২০
জঙ্গলেই থাকে সাধারনত। পাতার স্তুপের মধ্যে থাকতে দেখা যায়। কামড়ানোর সময় কিছুটা লাফিয়ে ওঠে। কামড় খাওয়া রোগীর চরম শ্বাসকষ্ট হয়।
এই সাপের বিষের অ্যান্টিভেনম খুব দুষ্প্রাপ্য।
Coast Garter Snake
মানুষের জীবন নেয়ার মত বিষ এর নাই। অল্প পরিমান বিষ আছে এর। কামড়ালে ফার্স্ট এইডেই ব্যবস্থা হয়ে যায়।
Brazilian Rainbow Boa
মধ্য ও দক্ষিন আমেরিকায় এই সাপ দেখা যায়। এই সাপের বিশেষত্ব হল আলোর কারসাজিতে এর দেহে রংধনুর সাত রঙের খেলা দেখা যায়। নির্বিষ সাপ
Blue Coral Snake
বাহারি রঙের এই সাপ টি কিন্তু বাংলাদেশেও দেখা গেছে ।পত্রিকায় একবার ছবি দেখেছিলাম। দেশি নাম টা ভুলে গেছি।
ইন্দনেশিয়া, মালয়শিয়া, সিঙ্গাপুরে এই সাপ বেশি দেখা যায়।
সুন্দর সাপ তো অনেক দেখলেন। ভয়ঙ্কর সাপ দেখবেন কি ???
না, থাক, আরেকদিন। একটা দেখাই আজ। এটা দেখলে আমার আত্মারাম খাঁচাছাড়া হবার জোগাড় হয়।
সাপটির নাম ব্লাক মামবা। পৃথিবীর অন্যতম বীভৎস, দ্রুততম, আর বিষধর সাপ।
ধন্যবাদ সবাইকে।
ক্লিক ক্লিক ক্লিক পার্ট- ৩
আমার দ্বিতীয় চোখে--- ২ (ছবি ব্লগ)
ফটোশপে ছবির কিছু অংশ সাদাকালো আর কিছু অংশ কালার করা (টিউটোরিয়াল পুষ্ট) সচিত্র বর্ণনা সহ
এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে দামি ১০ টি গাড়ি দেখে নিন (দেখতে টাকা লাগবে না ) সংগ্রহে রাখার মুতন পুষ্ট
মারাত্মক কিছু অপটিক্যাল ইল্যুশন যার অনেক গুলোই আপনি দেখেননি
ক্লিক ক্লিক ক্লিক
কন্টাক্ট লেন্স। আমার মত যারা চশমা পছন্দ করেন না, বা চশমা পরতে ভালো লাগেনা, তাদের জন্য এক বিকল্প।
এক্স ফ্যাক্টর (ছবি ব্লগ) - ভালবাসার এ টু জেড (শুধুমাত্র যাদের গার্ল ফ্রেন্ড নেই তাদের জন্য আলোকবর্তিকা)
[link|http://www.somewhereinblog.net/blog/sumanrules/29529620| গিফট গিফট গিফট ( যারা কি গিফট দিবেন ভেবে পাচ্ছেন না,এখান থেকে একটা দিয়ে দিন)
সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০১২ রাত ১০:৪০