কলাপাতা ফুলঃ এই ফুলটাকে আমারা ছোটবেলায় কলাপাতা ফুল বলে জানতাম। আসল নাম টা কি, জানিনা।



রঙ্গনঃ খুব যখন ছোট ছিলাম রঙ্গনের প্রতিটা পাপড়ি ছিঁড়ে চুষতাম। মধু বা মিষ্টি কিছু একটা মুখে আসত। তাই সারাক্ষন রঙ্গন খুঁজে বেড়াতাম। আজও বেড়াই। তবে মধুর জন্য না। চোখের তৃপ্তির জন্য।

জারবারাঃ খুব ছোট কিন্তু সুন্দর একটা ফুল। ভালই লাগে। কেমন যেন মনে হয় ছবি তোলার জন্যই ফুল টা জন্মেছে। পিকচার পারফেক্ট টাইপের শেপ।

অরিজিনাল ছবিটা

খুব হাল্কা এডিটিং এর পর।
কৃষ্ণচূড়াঃ অবশেষে দিলাম কৃষ্ণচূড়ার একগাদা ছবি। আচ্ছা, এই ফুল টার মধ্যে কি আছে??? আগুন ???? রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ যেন চোখ আটকে যায় কোনও গাছে ???? আরি, গাছটাতে আগুন লেগেছে নাকি !!! খুব ভালো করে দেখলে বুঝি, না, এতো কৃষ্ণচূড়া গাছ। আহ, ফুল এক পিস !!! কি তার রঙ !! কি তার বাহার !!! শুধুই দেখতে মন চায়। যতই দেখি, চোখের তৃষ্ণা মেটেনা।

এটা দুইদিন আগে তোলা, কৃষ্ণচূড়া গাছের তলায়।
এটাও আগের দিনে তোলা। সাথে হাল্কা টাচ আপ।
আজকেরগুলা নিচে

গাছে উঠে বেকায়দা পজিশনে তুলেছি। তাই হাল্কা সরে গেছে।

রাস্তায় পড়ে ছিল ফুলটি। তুলে নেয়ার আগে মেরে দিলাম এক ক্লিক।

বাসায় আনার পর সামনে থেকে

পাশ থেকে

পিছন থেকে

গ্লাসে পানির মধ্যে।
কষ্ট করে ব্লগ টা পড়ার জন্য সবাইকে ধন্যবাদ। কেমন লাগলো জানাতে ভুলবেন না।
আমার দ্বিতীয় চোখে--- ২ (ছবি ব্লগ)
ফটোশপে ছবির কিছু অংশ সাদাকালো আর কিছু অংশ কালার করা (টিউটোরিয়াল পুষ্ট) সচিত্র বর্ণনা সহ
এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে দামি ১০ টি গাড়ি দেখে নিন (দেখতে টাকা লাগবে না ) সংগ্রহে রাখার মুতন পুষ্ট
মারাত্মক কিছু অপটিক্যাল ইল্যুশন যার অনেক গুলোই আপনি দেখেননি
ক্লিক ক্লিক ক্লিক
কন্টাক্ট লেন্স। আমার মত যারা চশমা পছন্দ করেন না, বা চশমা পরতে ভালো লাগেনা, তাদের জন্য এক বিকল্প।
এক্স ফ্যাক্টর (ছবি ব্লগ) - ভালবাসার এ টু জেড (শুধুমাত্র যাদের গার্ল ফ্রেন্ড নেই তাদের জন্য আলোকবর্তিকা)
গিফট গিফট গিফট ( যারা কি গিফট দিবেন ভেবে পাচ্ছেন না,এখান থেকে একটা দিয়ে দিন)