মাওয়া গেছিলাম বন্ধুদের সাথে ঘুরতে । পদ্মার আকাশটা যখন তার সব আলো নিভিয়ে নিল, তখন দূরে একটা লঞ্চে দেখলাম আলো জলছে। সাথে সাথেই ক্লিক ক্লিক ক্লিক ।
দুলাহাজরা সাফারি পার্ক এ তোলা। দুটি ফুল পাশাপাশি । ঠিক যেন ভালবাসার স্বপ্নিল বর্ণালীতে বর্ণিল।
পদ্মায় সূর্যাস্তের একটু আগে ।
জলের উপর আলোর ঝিকিমিকি ।
আমার ব্যালকনিতে ফোটা ফুল ।
মুখোমুখি সংঘর্ষ । কে আছেন বাঁচান ওদেরকে।

বালুর লুকোচুরি
সূর্যাস্ত পদ্মায়
মুক্ত বিহঙ্গ । ঢাকা মেডিকেলের নিউক্লিয়ার মেডিসিন বিল্ডিং।
চট্টগ্রাম এর জিলাপি পাহাড় এ পাওয়া ফুল হাতে
শ্বেতশুভ্র
নাম জানি না ফুলটার ।
রাঙ্গামাটির শুভলং ঝরনা
ঝাউবনের ফাকে সমুদ্র
শুনছো কি তুমি শুভ্রতা ?
আমি ভুলিনি তোমার কথা ।
সাগর
হিমছড়ি শুটিং স্পট থেকে তোলা
কেয়া ফল। ছিঁড়ে বাসায় নিয়ে এসেছিলাম এটা।
দূর থেকে সেন্ট মারটিনস
অকুল দরিয়ায় ভাসছি একা
যেখানে সীমান্ত তোমার
সাগরে মাছ ধরা
একাকী আমি
সাগরে সূর্যাস্ত
কষ্ট করে ব্লগ টা দেখার জন্য ধন্যবাদ। আমি ছবি অনেক বেশি তুলি। প্রফেশনাল নই। তবে চোখের সামনে যা পাই, ফ্রেমে চলে আসে সেটা। তবে আমার ক্যামেরা টা খুব এ সাধারন। সবগুলা ছবিই লুমিক্স এফ এস ৪ দিয়ে তোলা। একটা ভালো ক্যামেরা কিনব আল্লাহর রহমতে সামনেই । সাথে থাকবেন। আবার ধন্যবাদ।