যে কারণে এই ব্লগে আসা, সেই নিজের কথাই বহুদিন পর লিখতে আসলাম এই ব্লগে। মাঝের দীরঘো বহুদিন অন্যের কথাই লিখে গেছি। আজ একেবারেই নিজের কথা লিখবো।
কেন এসেছিলাম ব্লগে? প্রথম বরষে এসে সাংবাদিকতা করতে শুরু করে এসে গত সাত বছরে বন্ধু বেশি হয় নি। আমার ক্যাম্পাসকালীন বন্ধু একসময় ছিলো এই ব্লগিং। শেষ বরষের শুরু থেকে আমরা বন্ধু হলাম। আমি হাজী সাহেব, লিডার, কার্টুন, গেদা, ল্যাংড়া, ভাঙ্গা, টম, জেরি মাঝে মাঝে তানিয়া. অ্যানি ও সিফাত, আর একেবারে শেষে যোগ হলো অমি। অবশ্য রুনাও ছিলো রাব্বানীর জন্য!
আমার নিজের আমিকে চিনেছি সাংবাদিকতা করে নয়, আমার এই বন্ধুদের সঙ্গে মিশে। গনির আর আমার পরিকল্পনা হয়তো আকাশ কুসুম। কখনো মিডিয়া হাউস, কখনো এনজিও আবার কখনো বিজনেস। কতরাত ছোট্ট একটি বেডে আমি, গনি আর পলাশ গায়ে গায়ে লাগিয়ে মুভি দেখেছি। বাংলা আর্ট ফিল্ম আর বিখ্যাত সব ছবি। কাজলার আকাশ ভিলা, আমার আবু গারিব কারাগার, সোহেলের এমএস ছাত্রাবাস আর দীপার বাড়ি। দীপার বাড়ির কথা মনে আছে বন্ধুরা? সেই কোন একদিন রোজার একদিন আগে আমরা শেষ পিকনিক করলাম। সবাই ছিলাম। এরপর আর আমাদের নিজস্ব পিকনিকটা হয় নি। যা হয়েছে তা ডিপার্টমেন্টের পিকনিক। সেই পিকনিকগুলোতের আমরা ছিলাম সবার আগে। শেষ পিকনিকের কান্নার শব্দ আজো আমার কানে বাজে। হয়তো যমুনার পাড়ে গিয়েছিলাম বলে এমন কান্না এসেছিলো সেদিন চোখে।
শেষ পিকনিকে কাজী মামুন স্যারের গান-প্রানো পাখি উড়ে যাবে পিঞ্জরও ছেড়ে...ধরাধামে সবি রবে তুমি যাবে চলে... গানটির মাধ্যমেই আমাদের ক্যাম্পাস লাইফ শেষ হয়ে গেলো। বিভাগ নামের এই পিঞ্জর ছেড়ে আমরা উড়ে গেছি বন্ধু, ভাবতে পারো? জানো, আজ সোমবার বিভাগের ফুটবল খেলা। সোহেলকে আজ মাঠে পাওয়া যাবে না। আজ মাঠে থাকবে মিঠ-মামুনরা। তোমাদের মতো রাজধানীর মায়ার প্রতি অবজ্ঞা করার দুঃসাহস করে এই মতিহারে পড়ে থাকার কারণে আমি আজ মাঠে আমাদের খেলা দেখতে পাবো। হয়তো আগের মতো আমার ‘নিজস্ব নৃত্য’টি দেখাতে পারবো না। কারণ গনি-রাব্বানী-সোহেল-টম-জেরি-গ্যাদা-কার্টুন-অ্যানি না থাকলে হবেই না।
আজ আর নয় বন্ধুরা। আমি তো ফেইসবুকের স্ট্যাটাসে বলে দিয়েছি আমি হাজী সাহেবদের স্মৃতির চাষাবাদ করবো এই মতিহারেই বসে। হাজী সাহেবদের স্মৃতির চাষাবাদ মানে আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগযোগ ও সাংবাদিকতা (১৪ শ ব্যাচ, ২০০৪-২০০৫) বিভাগের সব বন্ধু।
তোমাদের পীর সাহেব
আবার আসবে
রাজশাহী, ১৬ অক্টোবর ২০১১
সোমবার
হাজীসাহেবদের স্মৃতির চাষাবাদ : আমার এমসিজে-১৪ বন্ধুদের জন্য (১)
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
কমলার জয়ের ক্ষীণ ১টা আলোক রেখা দেখা যাচ্ছে।
এই সপ্তাহের শুরুর দিকের জরীপে ৭টি স্যুইংষ্টেইটের ৫টাই ট্রাম্পের দিকে চলে গেছে; এখনো ট্রাম্পের দিকেই আছে; হিসেব মতো ট্রাম্প জয়ী হওয়ার কথা ছিলো। আজকে একটু পরিবর্তণ দেখা... ...বাকিটুকু পড়ুন
বিড়াল নিয়ে হাদিস কি বলে?
সব কিছু নিয়ে হাদিস আছে।
অবশ্যই হাদিস গুলো বানোয়াট। হ্যা বানোয়াট। এক মুখ থেকে আরেক মুখে কথা গেলেই কিছুটা বদলে যায়। নবীজি মৃত্যুর ২/৩ শ বছর পর হাদিস লিখা শুরু... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। বকেয়া না মেটালে ৭ নভেম্বরের পর বাংলাদেশকে আর বিদ্যুৎ দেবে না আদানি গোষ্ঠী
বকেয়া বৃদ্ধি পেয়ে হয়েছে কোটি কোটি টাকা। ৭ নভেম্বরের মধ্যে তা না মেটালে বাংলাদেশকে আর বিদ্যুৎ দেবে না গৌতম আদানির গোষ্ঠী। ‘দ্য টাইম্স অফ ইন্ডিয়া’-র একটি প্রতিবেদনে এমনটাই... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। ভারত থেকে শেখ হাসিনার প্রথম বিবৃতি, যা বললেন
জেলহত্যা দিবস উপলক্ষে বিবৃতি দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২ নভেম্বর) বিকালে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এটি পোস্ট করা হয়। গত ৫ আগস্ট ছাত্র-জনতার... ...বাকিটুকু পড়ুন
=বেলা যে যায় চলে=
রেকর্ডহীন জীবন, হতে পারলো না ক্যাসেট বক্স
কত গান কত গল্প অবহেলায় গেলো ক্ষয়ে,
বন্ধ করলেই চোখ, দেখতে পাই কত সহস্র সুখ নক্ষত্র
কত মোহ নিহারীকা ঘুরে বেড়ায় চোখের পাতায়।
সব কী... ...বাকিটুকু পড়ুন