নীলিমা যেখানে মিশেছে নীলে: বান্দরবানের গহীনে - পর্ব ১
নীলিমা যেখানে মিশেছে নীলে: বান্দরবানের গহীনে - পর্ব ২
নীলিমা যেখানে মিশেছে নীলে: বান্দরবানের গহীনে - পর্ব ৩
সালেহ উজ জামান -এর ফ্লিক আর-এ আরও ছবি দেখুন
২০-২৪ এপ্রিল, ২০১১। বান্দরবানের রুমা হয়ে বগালেক এবং কেওক্রাডং ঘুরে এলাম। অজস্র ছবির সামান্য কিছু আপনাদের সাথে শেয়ার করার আমার এ ক্ষুদ্র প্রয়াস। আশা করি, ছবিগুলো ভালো লাগবে। সবগুলো ছবি সালেহ এর সৌজন্যে।

এই অবারিত সবুজের প্রান্ত ছুঁয়ে, নির্ভয়ে নীলাকাশ রয়েছে নুয়ে...
যেন হৃদয়ের ভালোবাসা হৃদয়ে মিশে...

রুমার অপরূপ সৌন্দর্য

অপরূপা রুমা

দূর পাহাড় হাতছানি দিয়ে ডাকে

শংখ নদীর স্নিগ্ধ রূপ

পাহাড় আর নদীর মিলনমেলা

রিজুক ঝর্ণায় অবগাহন

বাঁশির সুরে পাহাড়ী ধুন

শংখ নদীর মায়ায়

সন্ধ্যার আলোতে বগার রূপ

সিয়াম দিদির দোতলা কাঠের বাড়ি থেকে দেখা বগার রূপ

রূপসী বগা

বগালেকের সৌন্দর্য

অপরূপা বগা

বগালেক কে যতই দেখি, ততই মুগ্ধ হই

দূরের পাহাড় যেন হাতছানি দিয়ে ডাকছে

বগালেকের ধারের চার্চ

আবিরে রেঙেছে রংধনু, আগুনের লেলিহান শিখায় পুড়ছে পাহাড়

বগার পথে ট্র্যাকিং

বগালেকের ধারে পাহাড়ীদের বসতি

শংখনদীতে ভাসমান নৌকা

রুমা থেকে বগার ঝিরি পথের রাস্তা

পাহাড় আর ঝিরির মিলনমেলা