odesk/upwork বা elance এর মত সাইট গুলো থেকে আমাদের পরিশ্রমী ফ্রিল্যান্সাররা নিয়মিত আয় করে চলেছেন। কিন্তু নতুনদের জন্য এত প্রতিযোগিতার মাঝে বিড করে কাজের সুযোগ পাওয়া যথেষ্ঠ কঠিন। পাশাপাশি ক্রেডিট কার্ড ব্যবহার করে ঐ দেশ থেকে টাকা ব্যাঙ্কের মাধ্যমে নিজ দেশে আনাও দূরূহ কাজ। সিনিয়র ব্লগার ও এ বিষয়ে অভিজ্ঞরা কী বলবেন জানিনা , তবে আমার কেন যেন মনে হয়েছে দেশে একটা এধরণের ফ্রিল্যান্সিং কাজের একটা ওয়েবসাইট থাকা উচিত । ওয়েবসাইট টির একটি খসড়া আমার মাথায় এসেছে।
# কাজ দাতা (Hirer) এবং কর্মী (Bidder) উভয়ের একাউন্ট থাকবে।
# বিডিং এর মাধ্যমে কাজ পাওয়া যাবে।
# টাকা উত্তোলন করা হবে বিকাশের মাধ্যমে।
# লেনদেন সম্পন্ন করবে ওয়েবসাইট কর্তৃপক্ষ।
# লেনদেনের নির্দিষ্ট (৫-১০%) কেটে রাখা হবে সাইট ডেভেলপমেন্টের জন্যে।
সামু হল দেশসেরা ব্লগার ও কম্পিউটার বিশেষজ্ঞদের মিলনস্থল। আপনারা কেউ উদ্যোগ নিলে এধরণের একটি ওয়েবসাইট দাঁড় করানো সম্ভব
কমেন্ট প্রত্যাশা করছি।
ভালো থাকুন।
বহুদিন পর লিখলাম।
হ্যাপি ব্লগিং।