আয়নাঘর হচ্ছে বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর কাউন্টার-টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো (সিটিআইবি) দ্বারা পরিচালিত একটি গোপন আটক কেন্দ্রের নাম। শেখ হাসিনার আমলে তৈরি এই আয়নাঘরেই রাখা হতো গুম করে রাখা মানুষদেরকে। আলো বাতাসহীন একটি কক্ষ। সেখানে সারাক্ষণ ঘড়ঘড়িয়ে চলে ফ্যান। শুনতে যতটা সাদামাটা ততটাই রহস্যময়। এই আয়নাঘরেই বলপূর্বক গুমের শিকারদের আটক ও নির্যাতনে পর গায়েব করে দেওয়া হতো অনেককেই। হাসিনার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক ছিল আয়নাঘরের মাস্টার মাইন্ড এবং পরিচালক ছিল জিয়া এবং বেনজির।
সাড়ে চার ফিট বাই সাড়ে তিন ফিট আয়তনের প্রকষ্ঠোগুলেতে ছিলনা কোন জানালা না ছিল কোন আলো, দরজা বন্ধ করার পর একটি ফুটোই ছিল বায়ু চলাচলের একমাত্র পথ। সেখানে না যেত শোয়া না যেত বসে থাকা এমনই এক নির্মম কুঠির। কখন দিন কখন রাত কিছুই বুঝতে পারতোনা। কত দিন, কত রাত বা কত বছর বন্দি আছেন তাও বলতে পারতোনা।
গুমের তদন্তে গিয়ে যেসব বিভৎস ঘটনা দেখলো তদন্ত কমিশন তা এবার তাদের মুখেই শুনুন।
এরপরেও কি বলবেন - শেখ হাসিনার সরকার বার বার দরকার? যদি বলেন তাহলে আপনাকেই আয়নাঘরে ভরে রাখা উচিত।
সর্বশেষ এডিট : ১৮ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:০১