আমাদের একটা পাহাড় ছিলো
২১ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৮:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমার একটা পাহাড় আছে,
ঠিক আমার না, ওটা আমাদের।
তবু আমি ওর কাছে যাই,
তোমাকে রেখে, একা।
ওর পায়ের কাছে নদী,
সে জানে আমার সব কথা।
পাহাড় জানে আমার ভয়,
আমার ভাঙা স্বপ্নগুলোর ব্যাথা।
আমি উঠি ওর চূড়োয়,
হাঁপাতে হাঁপাতে, শূন্য দমে।
দাঁড়িয়ে দূর আকাশ দেখি,
যেখানে মিশে যায় দিগন্ত রেখা।
পাহাড় টা আমায় শোনে,
চুপচাপ শোনে,
সব দুঃখ, সব কথা, সব ব্যথা।
নীরব শ্রতার মতো ,
জমিয়ে রাখে বুকের গভীরে।
আমাদের একটা পাহাড় ছিলো।
আমাদের সেই পাহাড় হারালো,
অবহেলার লতা জড়িয়ে নিলে।
আমাদের একটা পাহাড় ছিলো।
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৮:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
;
যেই স্পেসিসটা বাইওলোজীতে নেই, জু-লজিতে নেই, ইতিহাসে নেই, উহাকে আবিস্কার করেছে মুসলমান মোল্লারা; বাকী বেকুবরা ইহা নিয়ে ১টি শিল্প চালায়ে যাচ্ছে।
মুসলমানদের সবাই জ্বীন সম্পর্কে কিছুটা হলেও ধারণা...
...বাকিটুকু পড়ুন লিখেছেন
জুল ভার্ন, ০৮ ই জানুয়ারি, ২০২৫ সকাল ৭:৩২
সত্যের জয় চিরন্তন.....
মানুষের বেশে ইবলিশ যখন টুপি পরা শুরু করে, ধরে নিবেন তারচেয়ে খাতারনাক আর কোন কিছু এই ধরাধামে নাই... উদাহরণ শেখ হাসিনা, শামীম ওসমান, হাসানুল হক ইনু, রাশেদ... ...বাকিটুকু পড়ুন
সূরাঃ ৩৫ ফাতির, ৪৩ নং আয়াতের অনুবাদ-
৪৩। পৃথিবীতে অহংকার প্রকাশ এবং কূট ষড়যন্ত্রের কারণে (অকল্যাণ)।কূট ষড়যন্ত্র এর আহলকে(এর সাথে সংযুক্ত সকল ব্যক্তি) পরিবেষ্ঠন করে। তবে কি এরা...
...বাকিটুকু পড়ুন তুমি আমার দূরে থাকা ভীষণ কাছের কেউ,
তুমি আছো বলেই মনে খেলছে সুখের ঢেউ।
তোমার দেখা পাইনা যেন মেঘ লুকানো চাঁদ
তুমি আছো বলেই মনে ভাংছে সুখের বাঁধ।
তুমি যেন গভীর রাতের শব্দহীন এক... ...বাকিটুকু পড়ুন
মানুষ সৌন্দর্যের পূজারী। তাই তো গান রচিত হয়েছে ‘ যদি সুন্দর একটা মুখ পাইতাম, সদরঘাটের পানের খিলি তারে বানাই খাওয়াইতাম। ' বেগম খালেদা জিয়া জনপ্রিয় একজন নেত্রী। কিন্তু আমার ধারণা... ...বাকিটুকু পড়ুন